Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
AirtelBuzz
on 11/11/2023, 10:51:03 UTC
⭐ Merited by fillippone (1)
আসলে সবাই ইনভেস্ট করে, রিক্স নিয়েই ইনভেস্ট করে। আবার কখন কার টাকা লেগে যায় বা বিপদ আসে সেটা কেউ জানে না। এটা সত্য কথা যে, কেউই লস করার জন্য কোন জায়গা ইনভেস্ট করে না, কিন্তু লস হয়ে গেলে কিছু করার থাকে না। সবাই চায় অল্প কিছু প্রফিট হলেই সে যেন সে টাকাটা হাতে পায়। আবার যখনই বিটকয়েনের দাম কমতে থাকে, তখনই সবাই আতঙ্কিত হয়ে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়, যে লস যাই হইছে, হইছে... এবার যতটুকু পাওয়া যায় তাতেই লাভ।

আসলে মানুষ কি চায়? মানুষ সেটা নিজেই জানে না!
কেউ চায় না তার ইনভেস্ট করা কয়েন বা টোকেন লস হোক। যারা ইনভেস্ট করে তারাই মূলত লাভের আশায় বিনিয়োগ করে থাকে সেটা যেই হোক না কেন। বিনয়োগ করার ক্ষেত্রে অনেকটাই মনে হয় ভাগ্য নির্ভর করে। কারণ অতীতে আমি যখন বাওনটি করতাম তখন অনেক কয়েন  ইনভেস্টমেন্ট করেছিলাম সেগুলোতে শুধু লস খাইছি কোনদিন লাভ করতে পারি নাই আমি। কিন্তু আমি কিছুটা পরিমাণ বিটকয়েন কিনা রাখছিলাম যেইটা থেইকা ২০ ডলার পরিমাণ লাভ করছিলাম ওইটাই ছিল আমার জীবনের প্রথম ইনভেস্টমেন্ট এর উপার্জন।