আমি যে দিন বিক্রি করলাম তারপরে দিন থেকেই এতটা বৃদ্ধি পেল অথচ বিনিয়োগ করার পর মাসের পর মাস রেখে ছিলাম তখন বৃদ্ধি পায়নি। তাই সিদ্ধান্ত নিয়েছি যদি বিনিয়োগ করতেই হয় তাহলে কয়েক বছরের জন্য করব। কম সময়ের জন্য বিনিয়োগ করে বেশি প্রফিট পাওয়া যায় না।
এই যে আমি যেদিন বিক্রি করি, তারপর থেকেই দাম বাড়ে ব্যাপারটা মনে হয় আপনার একা না। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়। এখন আমার মনে প্রশ্ন হলো তাহলে লাভ টা করে কে? লাভ করলে দেখবেন সবাই চুপচাপ বসে থাকে। যেমন ধরেন ফেইসবুকে সব মেয়েরা লেখে তারা সিংগেল, তাহলে এই যে সব ছেলেরা প্রেম করে, এরা আসলে প্রেম টা করে কার সাথে? ক্রিপ্টো মার্কেটের বেলায় একই রকম।
সবাই বলে যে ইনভেষ্ট এমন এমাউন্ট করবেন, যেটা লস হলেও যেনো সমস্যা না হয়। যে কোনো পরিস্থিতিতে এই এমাউন্ট টা ধরা যাবে না। তাহলেই আসলে প্রফিট জেনারেট করা যাবে। অন্যথায় আপনি ইনভেষ্ট করার পর টাকার দরকার হলে যদি এটা সেল করতে হয়, তাহলে কখনোই প্রফিট আসবে না।
ভাই যা গেছে তো গেছেই। সেটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই। অনেকে ভাবে, ২ টাকায় বিক্রি না করে যদি আর দুইটা দিন হোল্ড করতাম তাহলে ৫ টাকায় হয়তো বিক্রি বিক্রি করতে পারতাম। আবার ৫ টাকার বন্দাও ঐ একই কথা ভাবে, যদি আর দুইটা দিন হোল্ড করতাম। ইসস কত বড় ভুল করে বসলাম। আমার কথা হলো যদি ৫০% ও লাভে থাকে তাহলে বিক্রি করে দেয়া উচিত। অন্ততপক্ষে লস তো হচ্ছে না। কারন ক্রিপ্টো মার্কেট কখন তার খেলা দেখায় দিবে কেউ জানেনা। তবে এক্সপার্ট ট্রেডার হলে বিষয়টা আলাদা। তাদের মার্কেট সম্পর্কে যে ধারনা আছে, সেটা আমাদের মতো ছোট ট্রেডারদের নাই (কাউকে উল্লেখ করে বলিনি কথাটা)।
আমি আমার এক বড় ভাইয়ের কথাই বলি। তখন ২০২১ এর মাধামাঝি সময় ছিল। সে কমবেশি অনেক টোকেন/কয়েনই হোল্ডে রাখছিল। ঐ সময় তার টাকার প্রয়োজন ছিল, তাই কয়েক লাখ টাকায় সেগুলো সেল করে দেয়। কিছু দিন আগে শুনলাম, টোকেনগুলো যদি ঐসময় সেল না করতো তাহলে আজ মিনিমাম ২০-৩০ লাখ পাইতো। এখন এই ঘটনাকে কি বলবেন? তার কি হোল্ড করা উচিত ছিল নাকি সেল করাই ঠিক ছিল। কে জানতো এতো পাম্প হবে মার্কেট! কেউই না। ভাই যে খারাপ আছে তা কিন্তু না, যেই অল্প মুনাফা করছিল, তা নিয়ে আরামসে চলতেছেন।