Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 11/11/2023, 13:44:22 UTC
ভাই যা গেছে তো গেছেই। সেটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই। অনেকে ভাবে, ২ টাকায় বিক্রি না করে যদি আর দুইটা দিন হোল্ড করতাম তাহলে ৫ টাকায় হয়তো বিক্রি বিক্রি করতে পারতাম। আবার ৫ টাকার বন্দাও ঐ একই কথা ভাবে, যদি আর দুইটা দিন হোল্ড করতাম। ইসস কত বড় ভুল করে বসলাম। আমার কথা হলো যদি ৫০% ও লাভে থাকে তাহলে বিক্রি করে দেয়া উচিত। অন্ততপক্ষে লস তো হচ্ছে না। কারন ক্রিপ্টো মার্কেট কখন তার খেলা দেখায় দিবে কেউ জানেনা। তবে এক্সপার্ট ট্রেডার হলে বিষয়টা আলাদা। তাদের মার্কেট সম্পর্কে যে ধারনা আছে, সেটা আমাদের মতো ছোট ট্রেডারদের নাই (কাউকে উল্লেখ করে বলিনি কথাটা)।
ভাই মনে হয় স্কুল জীবনে একটা ভাবসম্প্রসারণ পরেছিলাম, "" ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না""

ভাই যেকোন জিনিস করেন না কেন অবশ্যই আগেই চিন্তাভাবনা করা উচিত, পরে চিন্তাভাবনা করে কোন লাভ নাই। @DYING_S0UL ভাই আপনি সত্যিই বলেছেন, আসলেই আমাদের মনটা কেমন জানি, যদি একটা কয়েন কিনে অল্প লাভে সেল করি, তাহলে মনে একটা জিনিস কাজ করে সেটা হলো লোভ, মনে হয় আরো লাভ হতো, ভাবি দূর কেন সেল করে দিলাম। আবার যদি একটা কয়েন কিনে রাখি ২-৪ ডলার লস হলো এবং ধৈর্য ধারণ করি যে আবার রিকোভার হবে কিন্তু যদি আর না হয়, তাহলে আবার ভাবি দূর কেন কয়েনটা সেল করলাম না। আবার যদি একই জিনিস হয় সেটা হলো, যেকোন কয়েন কেনার পর দাম একটু কমে যায়, কোন দিকে না তাকিয়ে সেল করে দেওয়া পর যখন দেখি মার্কেট আবার বেড়ে গেছে তখনো ভাবি কেন সেল করলাম রাখলে ভালো হতো। বর্তমানে এটাই চলছে শুধু এটা ক্রিপ্টোতে নয় যেকোন জিনিস ক্ষেত্রেই। প্রকৃতপক্ষে আমরা মানুষ আমাদের মন কোন কিছুতেই সন্তুষ্ট নয় লাভ হোক বা লস।