আমরা যারা বিটকয়েনের সাথে জড়িত এই বিষয়ক তাকিয়ে আমাদের লাভ নেই আমাদের বিটকয়েন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমাদের উচিত হবে সতর্কতার সঙ্গে বিটকয়েনে কাজ করা এবং বিটকয়েন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ধরনের বিজ্ঞাপন বা প্রচারের যেন আমাদের বিটকয়েনে কাজের প্রতি মানসিকতা নষ্ট না হয়।

আপনি আসলে কি বলছেন আপনি নিজে জানেন তো? আপনার মাথা ঠিক আছে? আমার কেনো জানি মনে হচ্ছে শুধু পোষ্টের লেখা বাড়ানোর জন্য আপনি এসব হাবিজাবি লিখেছেন। নয়তো আপনি এখানে যা লিখেছেন, তা আসলে হাস্যকর! বিটকয়েন কে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? বিটকয়েনে কিভাবে কাজ করবেন? আপনি বিটকয়েনকে কিভাবে হেল্প করতে পারেন যদি না আপনি একজন কোডার বা ডেভেলপার হোন? অথবা ধরেন একজন মাইনার হোন? সর্বশেষ একজন ইউজার যিনি ফুল নোড রান করছেন?
আপনার এই পোষ্ট পড়ার পর এটা তো বুঝেছি যে আপনার বিটকয়েন সম্পর্কে কোনো ধারনাই নেই। হুদাই আজাইরা কথা বলে হাসির পাত্র হবেন না। আর এই যে সবাইকে বললেন বিজ্ঞাপন বা প্রচারে যেন মন মানসিকতা নষ্ট না করতে, কেউ যদি ফেসে যায়, সেটার দায়ভার আপনি নিবেন? কোথায় সবাইকে সতর্ক থাকতে বলবেন, সেটা না, উল্টো কাজ করছেন।