ধুর মিয়ারা আপনারা সবাই Enjin নিয়ে রয়েছেন কিন্তু কিছু কিছু কয়েন সবার চোখে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। এক সপ্তাহ আগেও কিছু কিছু কয়েন অনেক কম দামে ছিল কিন্তু বর্তমানে তা ৭ আর ১০ গুন করে বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
Solana কয়েক মাস আগেও 12-13 ডলার করে ছিল কিন্তু কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫৫ ডলারের অবস্থান করছে।
PYR এই টোকেনটি বর্তমানে অনেক গুন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে 6 ডলারের কাছাকাছি অবস্থান করছে।
FTX এই টোকেনটি সবাই স্ক্যাম মনে করে বিনিয়োগ করেননি কিন্তু দেখেন আজকের অবস্থা। এটি এক ডলারের নিচে নেমে গিয়েছিলাম কিন্তু বর্তমানে পাঁচ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
কি করবো ভাই ভালো এনালাইসিস করতে পারিনা যার কারণে কোন কিছুতেই সফলতা পাচ্ছিনা। দুইদিন আগে ENJ কয়েন কিনে শর্ট টাইম ট্রেডিং করার পরিকল্পনা করেছিলাম কিন্তু market ডাম্পিংয়ের কারণে এখন পর্যন্ত লসের মধ্যে রয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি রিকভারি হয়েছে একটু প্রফিটের আশায় বাড়িয়ে অর্ডার দিয়ে রেখেছি কিন্তু আবার আমার মূল ব্যালেন্স থেকে ঘাটতি রয়েছে। তবে আমি চিন্তাভাবনা করছি শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন ব্যবহার ট্রেডিং করব। কেননা শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন বেস্ট।
ENJ তে ট্রেডিং করা হয়তো আপনার জন্য ভুল সিদ্ধান্ত ছিল এবং আপনি বর্তমানে এই কয়নে ট্রেডিং করার পর থেকেই সম্ভবত সবথেকে বেশি চাপ অনুভব করছেন। স্বল্পমেয়াদি পরিকল্পনায় কোন কয়নে ট্রেডিং করার পর যদি সেই ট্রেডিং থেকে প্রথম অবস্থায় কিছুটা লাভ হয় কিন্তু আরো লাভের আশায় যখন আমরা সেই ট্রেডিং বিক্রি না করে রেখে দেই পরবর্তীতে যখন সেই কয়েনের মূল্য কমে যায় এবং আমাদের মূল ব্যালেন্স থেকে অর্থ ক্ষতি হয় তখন আমরা এই বিষয়টা নিয়ে অনেক অনুশোচনা করি যেমনটা এখন আপনি করছেন। আপনার এখন অনুশোচনা করার আগে যখন আপনার ট্রেডিং থেকে কিছু প্রফিট হয়েছিল তখন আপনার বিক্রি করা উচিত ছিল অথবা ট্রেডিং করার সময় আপনার একটা টার্গেট নির্ধারণ করা উচিত ছিল যাতে সেই টার্গেটে কয়েনের মূল্য পৌঁছালে আপনি আপনার ENJ বিক্রি করতে পারেন তবে যাই হোক এখন আপনাকে অপেক্ষা করতে হবে মার্কেটের ভালো অবস্থায় যাওয়ার জন্য।।
এটা সত্য যে ট্রেডিং এর ক্ষেত্রে সর্বদাই দৈর্ঘ্য ধারণ করতে হবে, আর আমি মনে করি বেশিরভাগ সময় Altcoins গুলো ট্রেড করার চেয়ে বিটকয়েন ট্রেড করা ভালো। ট্রেডিং করার সময় যদি অর্থ ক্ষতি থাকে তাহলে না এটা মানুষের ভারসাম্য করতে পারে নিজের ওপর সেজন্যই ধৈর্য ধারণ করতে হবে। ENJ এই আমি কয়েনটি আমি দেখেছি Kucoin a অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু Binance এ খুব একটা বৃদ্ধি পায়নি বরং দাম একই অবস্থানে বারবার রয়ে গিয়েছে। আমি দেখেছি বিনাঞ্চ এ $0.31 সর্বোচ্চ হাই উঠেছিল কালকে এবং Kucoin এ $0.35 এখানে দামের অনেকটা তফাত। তবে এই কারণটি কিসের জন্য হয়েছে তা আমি সঠিক বলতে পারবোনা, যাই হোক স্বল্প মেয়াদী বিনিয়োগ কখনোই অধিক লাভ দিতে পারে না তাই দীর্ঘমেয়াদী বীনিয়োগের পরিকল্পনা সবচেয়ে উত্তম।
আমি ট্রেডিং নিয়ে খুব একটা চিন্তিত নই। আমি বিশ্বাস করি মার্কেট যে কোন সময় বৃদ্ধি পাবে এবং আমার ট্রেডিং সফল হবে। তবে হ্যাঁ কালকে আমিও দেখেছি কুকয়েন এক্সচেঞ্জে ENJ কয়েন সর্বোচ্চ ০.৩৫৬৫$ করে দাম উঠেছিল কিন্তু Binance এক্সেজে সর্বোচ্চ ০.৩১২৩$ উঠেছিল। আমি Binance এক্সচেঞ্জ থেকে ট্রেডিং করি যার কারণে আমি আমার ট্রেডিং বিক্রি করতে পারিনি। প্রাইসের এমন আপডাউন কিসের জন্য হলো আমি বুঝতে পারিনা।