Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 12/11/2023, 14:47:20 UTC
আমি ট্রেডিং নিয়ে খুব একটা চিন্তিত নই। আমি বিশ্বাস করি মার্কেট যে কোন সময় বৃদ্ধি পাবে এবং আমার ট্রেডিং সফল হবে। তবে হ্যাঁ কালকে আমিও দেখেছি কুকয়েন এক্সচেঞ্জে ENJ কয়েন সর্বোচ্চ ০.৩৫৬৫$ করে দাম উঠেছিল কিন্তু Binance এক্সেজে সর্বোচ্চ ০.৩১২৩$ উঠেছিল। আমি Binance এক্সচেঞ্জ থেকে ট্রেডিং করি যার কারণে আমি আমার ট্রেডিং বিক্রি করতে পারিনি। প্রাইসের এমন আপডাউন কিসের জন্য হলো আমি বুঝতে পারিনা।
ENJ কয়েনে আপনি বিনিয়োগ করেছেন এবং আমার মনে হয় আপনি তুলনামূলক বেশি পরিমাণ অর্থ দিয়ে বিনিয়োগ করেছেন কিন্তু আমার জানার ইচ্ছা যে আপনি এই কয়েনে কখন বিনিয়োগ করেছেন মানে আপনার এন্ট্রি কততে। ENJ এর মার্কেটে বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমার মনে হয় আপনি এতদিন খতিতে থাকলেও এখন এই কয়েনে ট্রেডিং করে আপনি যথেষ্ট লাভবান হয়েছেন কারণ মার্কেটে হঠাৎ করে বড় পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ENJ এর মার্কেট যখন সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল তখন যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে অবশ্যই আমি আমার টোকেন গুলো বিক্রি করে দিতাম এবং আবারো সুযোগের অপেক্ষায় থাকতাম। সম্ভবত আপনি আপনার টোকেন এখনো বিক্রি করেননি। তখন আপনি আপনার টোকেন বিক্রি করলে আরও একটি নতুন ট্রেড গ্রহণ করতে পারতেন।