ও আচ্ছা তাই তো বলি ইন্টারফেসটা চেনা চেনা লাগে কেন Kali Nethunter বলতে গেলে অনেকটা Kali Linux এর মোবাইল ভার্সন।

যাইহোক ভাই লিনাক্স রিলেটেড শুরু করেছেন তাই আমি বলব এর প্যানিট্রেশন টেস্টিং টুলগুলোর টিউটোরিয়াল সম্পর্কে জানা থাকলে মাঝেমধ্যে সেগুলো শেয়ার করবেন।আমি সেই বহুত আগে থেকে ইন্সটল করে রেখেছি কিন্তু এখনো পর্যন্ত খুব একটা ভালো নলেজ নেই এর উপরে।
আচ্ছা ভাই কালি লিনাক্সে ভিপিএন অ্যাড করার সম্পর্কে কি কোন ধারণা আছে আপনার? বর্তমানে আমি Kali Linux 2020.1 ভার্চুয়াল বক্সেরটা ব্যবহার করতেছি।

হ্যা ভাই যেই লাউ সেই কদুই এটা। শুধু আপনি যেটা চালায়তেছেন সেটা পিসি ভার্সন আর আমি যেটা চালাইতেছি সেটা এনড্রয়েড ভার্সন। এটা এনড্রয়েডে ব্যবহারের জন্য স্পেসিফিকালি বানানো। এটাই তফাৎ।
প্যানিট্রেশন টুল সম্পর্কে বলতাম, তবে আমার কাছে ঐ কাজের হার্ডওয়ারটাই নাই। যেকোনো ধরনের Wireless attack, করার জন্য আগে একটি ভালো Wifi Adapter লাগে (Monitor Mode সাপোর্ট থাকতে হবে)। যেমন: alfa (৩-৪ হাজার দাম)।
যেমন ধরেন আপনি যদি Wifi হ্যাক করতে চান, সেক্ষেত্রে আপনার লিনাক্সে আগে থেকেই কিছু টুলস্ বিল্ডইন আছে। (wifite, reaver, wireshark, aircrack-ng, pixieWPS)। এগুলোর সবগুলেতে আপনার adapted লাগবে।
আপনি যদি চান, তাহলে আমি এনড্রয়েডের জন্য Wifi হ্যাক এর টুলস্ (pixieWPS) দিতে পারি। তবে ফোন রুটেড থাকতে হবে।
ভাই লিনাক্স বেশির ভাগ সফ্টওয়ারই ম্যানুয়ালি কমান্ড প্রমোপ্ট থেকে ইনস্টল করতে হয়। মানে প্যাকেজ নেমগুলো টাইপ করে আরকি। আমার কখনো VPN ব্যবহারের দরকার পড়ে নাই, তাই এ বিষয়ে ঘাটি নাই। তবে এই ভিডিওটা চাইলে দেখতে পারেন,
https://youtu.be/S975wq4Qbfc?si=XEL1KYy52-w9fST8আপনি জানেন কিনা জানিনা, তবে লিনাক্সে এপস্ ইন্সটল করার জন্য কিছু এপ স্টোরও আছে যেমন, snap store, flathub, KDE, GNOME। একটু কষ্ট করে এই কি ওয়ার্ডগুলো সার্চ করুন, সব বুঝে যাবেন।

সবথেকে ভালো হয় ফ্রেশ লিনাক্স ইনস্টল করার পর এপ স্টোর সেটআপ করে নিলে। এতে করে ফাইল/প্যাকেজ করোপ্ট হয়না। কারণ অনেক সময় ঝামেলা করে। লিনাক্সে শতশত ডিসট্রো আছে, একেক টায় একেকটা ভালো কাজ করে, তাই বুঝে শুনে কইরেন যা করার।