Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 12/11/2023, 19:08:53 UTC
বর্তমানে  কিছুক্ষণ আগে এই Enjin এর প্রাইজ  মোটামুটি একটা ভালো ডাউন দিয়েছে সরাসরি ৩১ সেন্ট থেকে  ২৯  এর নিচে নেমে গিয়েছে। তো  এই বর্তমান সময়ে  যদি কেউ ৪২৯.১৮টি Enjin কয়েন কিনতে চায় তার জন্য  ১২২+. ডলার সমপরিমাণ লাগবে।  আর ২২ ডলার এর  রিস্ক নিয়ে এই  জার্নিতে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন।
আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে আপনি যখন কয়েন কেনেন তার পর থেকেই মার্কেট ডাউন হয়ে যায়? আমার কেনো জানি এটা মনে হয়। তবে এবার আমি ডাউন হওয়ার পর আরো কিছু কয়েন কিনলাম। আর প্ল্যান আছে যে আবার ডাউন হলে আরো কিনবো। অনেকটা ডি সি এ এর মতো করে ইনভেষ্ট করার প্ল্যান আছে। তবে আমার একটা নির্দিষ্ট টার্গেট আছে, এই এমাউন্ট এর বেশি ইনভেষ্ট করবো না। প্রতিবারই বাই সেল এর একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে লস করে মার্কেট থেকে বের হই, তবে এবার লস এ সেল করবো না কোনো ভাবেই। যতো লসে যাবো, আরো বেশি করে একই কয়েন কিনবো। যা আছে কপালে  Smiley
আসলে ভাই আমার যা মনে হয় সেটা হলো গিয়ে  আমি যখন কোন আল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করি তারপরেই শুধু ওইটার দাম কমতে থাকে। আবার যখন ইনভেস্টমেন্ট করি না তখনই বাড়তে থাকে। ২০২০ এবং ২০২১ সালে কিছু অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করেছিলাম  সেগুলোর প্রাইস বর্তমানে মাশাল্লাহ দশজন কমে গিয়েছে। Roll Eyes  তারপরও হোল্ডিং এ রেখে দিয়েছি যদি ফিউচারে বুল রানে  সুযোগ পাওয়া যায়।
বিটকয়েন এর ক্ষেত্রেও এরকম কয়েকবার হয়েছে লং টার্মে ইনভেস্টমেন্ট করতেছি।  এক মাসে ইনভেস্ট করেছি আরেক মাসে দাম কমে গিয়েছে। আবার  এই ঘটনা ঘটার পরে  বিটকয়েনের দাম যখন কমেছে তখন ইনভেস্ট করি নাই এখন আবার বেড়ে গেছে, তারপরেও এখনো পর্যন্ত সবকিছু মিলিয়ে বিটকয়েনের দিক থেকে প্রফিটে আছি,  তবে টার্গেট 100k  এর উপরে সেল দেওয়া।  এখন দেখি কতদিন টাইম নেয়।
কিছু দিন আগে কে যেনো বলেছিলেন নগদ/বিকাশ থেকে মেসেজ দিয়ে সতর্ক করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরতী থাকুন। আজকে দেখি আমার ফোনেও এসেছে বিকাশ থেকে দিয়েছে। ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত রয়েছি এমনেই অনেক ভয় হয়, এই ধরনের নিউজ দেখে আরও অনেক ভয় লাগে।

সেই পাবলিকটা আমি ভাই, এটা শুধু আপনার না আমার কাছেও এসেছে আপনার পোস্ট করার কিছুক্ষণ আগে আমার কাছেও নোটিফিকেশন এসেছিল।  আমি ভাবছিলাম যে আমার তাই শুধু একা একা আসতেছে  বারবার আসতেছে কেন, যাই হোক আমি শুধু সেই একা পাপী বান্দা না যারা এই নোটিফিকেশন বারবার পাচ্ছেRoll Eyes


আমাদের মাঝে অনেকেই আছি যাদের কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই। তাই তাদের জন্য Kali Nethunter এর একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটি ব্যবহার করে আপনি আপনার এনড্রয়েড ফোনেই লিনাক্স ব্যবহার করতে পারবেন (রুটলেস)।
এই টিউটোরিয়াল এনড্রয়েড ১১ তে বানানো হয়েছে, তবে এটি অন্যান্য এনড্রয়েড ভার্সনেও কাজ করার কথা।
ও আচ্ছা তাই তো বলি ইন্টারফেসটা চেনা চেনা লাগে কেন Kali Nethunter বলতে গেলে অনেকটা Kali Linux এর মোবাইল ভার্সন। Tongue
যাইহোক ভাই  লিনাক্স  রিলেটেড শুরু করেছেন তাই আমি বলব  এর প্যানিট্রেশন টেস্টিং টুলগুলোর  টিউটোরিয়াল সম্পর্কে জানা থাকলে মাঝেমধ্যে সেগুলো শেয়ার করবেন।আমি সেই বহুত আগে থেকে ইন্সটল করে রেখেছি কিন্তু এখনো পর্যন্ত খুব একটা ভালো  নলেজ নেই এর উপরে। 
আচ্ছা ভাই কালি লিনাক্সে ভিপিএন অ্যাড করার সম্পর্কে কি কোন ধারণা আছে আপনার?  বর্তমানে আমি Kali Linux 2020.1  ভার্চুয়াল বক্সেরটা ব্যবহার করতেছি।