Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
cryptoWODL
on 13/11/2023, 10:01:51 UTC
ফুটবল আমাদের সবারই অতি পরিচিত খেলা।এই ফুটবল খেলা বিভিন্ন দেশ বা ক্লাব পর্যায়ে হয়ে থাকে। তেমনি অস্ট্রিয়ায়ও ফুটবল খেলা অনেক জনপ্রিয়।অস্ট্রিয়ার প্রাচীনতম বা পুরাতন ফুটবল ক্লাবগুলির মধ্যে অন্যতম একটি হলো এফসি অ্যাডমিরা ওয়াকার,(FC Admira Wacker) তারা তাদের অফিসিয়াল খেলার জার্সির উপর বিটকয়েনের লোগো দিয়েছে এবং তারা বলেছে তাদের লাইটনিং পেমেন্টে বিটকয়েন যোগ করবে।এটা সত্যিই অনেক সুন্দর একটি উদ্যোগ। বিটকয়েন যে সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এইটা অন্যতম একটি প্রমাণ। বিটকয়েন হয়তো যুগে যুগে পৃথিবীর সব দেশে ছড়িয়ে পড়বে এবং বৈধতা পাবে।

Bitcoin Archive
এই পোস্টটি আমি নিজে করেছিলাম কয়েকদিন আগে আজকেও এই একই রকম একটি পোস্ট করছি। তবে সেটা আজকে অন্য ক্লাবের বিটকয়েন সাপোর্ট করা নিয়ে। বুলগেরিয়ান একটি ক্লাব তারা তাদের অফিসিয়াল জার্সির হাতায় বিটকয়েন লোগো লাগিয়েছে। সেটা সত্যিই অসাধারণ।

picture source

ফুটবল সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খেলা। এ খেলাধুলা নিয়ে ইতিমধ্যে অনেক ক্যাসিনো সাইট রয়েছে। যেখানে প্রতিদিন বিভিন্ন দেশ এবং দেশের ক্লাবগুলোর খেলা নিয়ে বাজি ধরা হয়। তেমনি বুলগেরিয়ান এর একটি ক্লাবের নাম, সকার ক্লাব বোতেভ প্লোভডিভ, তারা তাদের নতুন ইউনিফর্মে বিটকয়েন লোগো যুক্ত করেছে। এই পদক্ষেপটি শুধুমাত্র ক্রীড়া জগতে নতুনত্বের ছোঁয়া যোগ করেনি বরং বিভিন্ন শিল্প জুড়ে ক্রিপ্টোকারেন্সির ক্রমবর্ধমান গ্রহণকেও প্রতিফলিত করে। খেলাধুলা এবং প্রযুক্তির সংযোগ প্রদর্শনে একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য বোতেভ প্লোভডিভকে ক্লাবকে ধন্যবাদ জানাই ।দিন দিন বিশ্বজুড়ে ক্রিপ্টো কারেন্সির প্রসার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।