ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের

এবং তিনি বাস মিস করেছেন

সোর্স উনি একমাত্র ব্যক্তি নন যে এরকম ভুল করেছেন আমরাও এ ধরনের সাধারণ ভুল করে থাকি এবং যখন কোন একটি কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায় ওই সময়ে গিয়ে আমরা আফসোস করি।
উনি একমাত্র ব্যক্তি নন, যে এই ধরনের ভুল করেছেন "কথাটা সত্য"। আমার মনে আছে, আমি যখন বিটকয়েনের সাথে প্রথম পরিচিত হই, তখন এক বিটকয়েনের দাম ছিল 230 ডলার। তখন আমি বিটকয়েনকে তুচ্ছ তাচ্ছিল্য এবং বিটকয়েন সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করা থেকে বিরত থাকি। পরবর্তীতে আমি যখন বিটকয়েন দেখি তখন বিটকয়েনের দাম দেখেছিলাম ১৮০০ ডলার। তখন আমি বিটকয়েন সম্পর্কে কিছুটা রিসার্চ করি এবং আমার প্রফেশনের কারণে আমি বিটকয়েন সম্পর্কে অধিক রিচার্জ করতে পারিনি। যে প্রফেশনের কারণে আমি বিটকয়েন সম্পর্কে অধিক রিচার্জ করতে পারিনি। পরবর্তীতে সে প্রফেশনে কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। তার পরবর্তীতে আমি ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট SEO নিয়ে কাজ শুরু করি। SEO নিয়ে কাজ শুরু করার মাঝে আমি অ্যামাজনের সাথে পরিচিত হই। অ্যামাজনের সাথেও কাজ শুরু করি। কিন্তু বিটকয়েন নিয়ে রিসার্চ করাটা আমার সেভাবে হয়ে ওঠেনি। এখন আমি পরিপূর্ণ মনোনিবেশ করতে চাচ্ছি বিটকয়েন এর উপর, ক্রিপ্তোকারেন্সির উপর।
এখন মনে পড়ে, যদি আমি যখন ফাস্ট টাইম এক বিটকয়েন ২৩০ ডলার দেখেছিলাম; তখন যদি আমি কিছু বিটকয়েন কিনে রাখতাম। আমার কিন্তু তখন বিটকয়েন কেনার মত সামর্থ্য ছিল। কিন্তু আমি একটু ক্রিপ্তোকারেন্সিতে নিজের কৌতূহল তখন অনুভব করিনি। তার মানে ভাবতে পারেন আমি কি পরিমান লসটা করেছি? যাইহোক আমি ক্রিপ্তোকারেন্সিতে সম্পূর্ণ নতুন। এখানে কিছু ইনভেস্ট করতে চাচ্ছি। আপনারা যারা সিনিয়র আছেন, ক্রিপ্তোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান আগে থেকেই নিজের মতো ধারণ করে আছেন। তাদের সাহায্য সহযোগিতা কামনা করছি!