এখন মনে পড়ে, যদি আমি যখন ফাস্ট টাইম এক বিটকয়েন ২৩০ ডলার দেখেছিলাম;
ভাই আপনি মনে হয় ২০১৩ সালের কথা বলছেন কারণ ২০১৩ সালে বিটকয়েনের দাম 230 থেকে 260 ডলারের মধ্যে ছিল।
আপনি তো অনেক দিন আগের কথা বলেছেন সে সময় যদি আপনি বিটকয়েন কিনে রাখতেন তাহলে অবশ্যই আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতেন নিঃসন্দেহে বলা যায়। এটা হতো আপনার আফসোস যে আমি কেন কিনে রাখলাম না বিটকয়েন সেই সময়। এরকম আফসোস সবারই থেকে যায়, যেমনটি
@Suzume পোস্টের মাধ্যমে উল্লেখ করেছেন।
যাইহোক আমি ক্রিপ্তোকারেন্সিতে সম্পূর্ণ নতুন। এখানে কিছু ইনভেস্ট করতে চাচ্ছি। আপনারা যারা সিনিয়র আছেন, ক্রিপ্তোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান আগে থেকেই নিজের মতো ধারণ করে আছেন। তাদের সাহায্য সহযোগিতা কামনা করছি!
আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে বিটকয়েনে ইনভেস্ট করুন হয়তো দুই থেকে এক মাস আগে আপনার এই ইনভেস্ট করা উচিত ছিল। কেননা তখন বিটকয়েনের দাম ছিল মাত্র ২৫ থেকে ২৮ হাজার ডলারের মধ্যে তখন যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে আজকে ভালো প্রফিট পাইতে পারতেন। বিটকয়েন ইনভেস্ট করার একটি সুবিধা হল যে মার্কেট কিছুটা ডাম্পিং হলেও সেটা আবার দ্রুত রিকভার হয়ে যায়।
ইনভেস্ট করার ক্ষেত্রে নিজের ইচ্ছা বা আগ্রহকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।