খেলাধুলা এবং প্রযুক্তির সংযোগ প্রদর্শনে একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য বোতেভ প্লোভডিভকে ক্লাবকে ধন্যবাদ জানাই ।
যদিও এইটার ব্যাপারে আমি তেমন কিছু জানি না তবে আমার মনে হয় এইটাতে তাদের স্পন্সরের ভুমিকাই মুল। স্পোর্টসবেট ২০১৯/২০ সিজনে (সম্ভবত, কিংবা ২০২০/২১) ওয়াটফোর্ডের অফিসিয়াল স্পন্সর ছিল। ওয়াটফোর্ড সেসময় প্রিমিয়ার লীগ খেলত। স্পোর্টসবেটের স্পন্সরের মধ্যে একটা চুক্তি ছিল বিটকয়েনের লোগো ব্যবহার করা। স্পোর্টসবেট এইটা কাইন্ড অব সোশ্যাল রেস্পন্সিবিলিটি হিসেবে প্রমট করেছে। তাদের ওই ক্যাম্পেইনের মুল লক্ষ্য ছিল যারা বিটকয়েন সম্পর্কে ভ্রান্ত ধারনা পোষণ করত, তাদের সচেতন করা।