Post
Topic
Board Other languages/locations
Re: [BAN: Tutorial] Kali NetHunter - Linux on Android
by
DYING_S0UL
on 13/11/2023, 17:29:51 UTC
আচ্ছা, বাংলায় এটা পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। যদিও আমি অরিজিনাল থ্রেড ই পড়েছি। আমি চেস্টা করেছিলাম ইনস্টল করার জন্য, কিন্তু ইনস্টল করার সময় কি যেনো ইরর আসছিলো তারপর আর আগাতে পারি নাই। এখন ভুলে গেছি যে কি ইরর আসছিলো। আমি কিছুদিন ধরে এনড্রয়েড এর ন্যাটিভ এপ খুজতেছিলাম যেটা আমি পেয়েছিলাম কিছুদিন আগেই।

এক্সাকলি কোন ইররটা পাইছিলেন তা না দেখে বোঝার উপায় নাই সমস্যাটা কোথায়। যদি বাই চান্স আবারো ট্রাই করতে গিয়ে আবারো সমস্যাটায় পড়েন তবে একটি স্ক্রিনশট নিয়ে রাইখেন। নেটিভ এপ দ্বারা কি বোঝাতে চাইলেন? বুঝলামনা। আর মোবাইল এপ দ্বারা কি ফোনে PGP  ব্যবহার ঐটা মিন করছেন?