Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 14/11/2023, 06:46:16 UTC

এখন মনে পড়ে, যদি আমি যখন ফাস্ট টাইম এক বিটকয়েন ২৩০ ডলার দেখেছিলাম; তখন যদি আমি কিছু বিটকয়েন কিনে রাখতাম। আমার কিন্তু তখন বিটকয়েন কেনার মত সামর্থ্য ছিল। কিন্তু আমি একটু ক্রিপ্তোকারেন্সিতে নিজের কৌতূহল তখন অনুভব করিনি। তার মানে ভাবতে পারেন আমি কি পরিমান লসটা করেছি? যাইহোক আমি ক্রিপ্তোকারেন্সিতে সম্পূর্ণ নতুন। এখানে কিছু ইনভেস্ট করতে চাচ্ছি। আপনারা যারা সিনিয়র আছেন, ক্রিপ্তোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান আগে থেকেই নিজের মতো ধারণ করে আছেন। তাদের সাহায্য সহযোগিতা কামনা করছি!
আপনি যখন দেখেছেন তখন বিটকয়েনের মূল্য 230 ডলার ছিল এবং তখন আপনার সামর্থ্য থাকা শর্তেও আপনি বিটকয়েন ক্রয় করেননি যার কারণে আপনি এখন মনে করছেন আপনি অনেক বড় লস করেছেন কিন্তু আমি আপনাকে বলব আপনি লস করেননি কারণ লস বলতে আমরা ওই জিনিসটাকে বুঝি যে জিনিসটা আপনি ক্রয় করার পর মূল্য অনেক কমে যায়, এখানে যেহেতু আপনি সেই জিনিসটা ক্রয় করেন নাই তাই সেটাকে আপনি লস হিসাবে বিবেচনা করতে পারেন না তবে ২৩০ ডলারে বিটকয়েনের মূল্য ছিল তখন আপনি বিটকয়েন ক্রয় করেননি এটাকে আপনি অনেক বড় সুযোগ মিস হিসাবে বিবেচনা করতে পারেন। ওই সময়ে বড় ধরনের সুযোগ মিস করেছেন কিন্তু এখনো বিটকয়েনে বিনিয়োগ করার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে তাই আপনি এখন বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন।

@roksana.hee অভিনন্দন ভাই আপনাকে। বাংলা লোকাল সেকশন থেকে আমরা আরো একজন ফুল মেম্বার পেয়ে গেলাম
বেশ কিছুদিন যাবৎ আপনি অনেক পরিশ্রম করছেন এবং আপনি অবশেষে সেই পরিশ্রমের পূর্ণ প্রতিদান পেয়েছেন।