Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 14/11/2023, 08:32:19 UTC
আচ্ছা, আপনি তো বলছেন বিটকয়েন হালবিং এর কথা। বিটকয়েন হালবিং এর সময় কি বিটকয়েনের দাম অর্ধেক হইয়া যাবে মানে এখন তো বিটকয়েনের দাম ৩৬ হাজার বা ৩৭০০০ ডলার এর মত আছে। যদি বিটকয়েন হালবিং এর সময় একই দাম থাকে তাইলে কি বিটকয়েনের প্রাইস ১৬০০০ ডলারের নামবে।
আপনি যা ভেবেছেন এমন নয়, বিটকয়েন হালভিং হলে আপনি মনে করতেছেন বিটকয়েনে দাম অর্ধেক হয়ে যাবে। আপনি আমি যদি বিনিয়োগ করি তাহলে আমাদের কোন বিটকয়েন অর্ধেক হয়ে যাবে বা, আমাদের বিটকয়েন যা তাই থাকবে, তবে মার্কেট অনুযায়ী দাম কম বেশি হবে এটা স্বাভাবিক।

Popkon6 ভাই সুন্দর করে পোস্ট করেছেন এবং গুগল থেকে লিংক দিয়ে দিছেন। আপনি সেগুলী থেকে ভালো ভাবে জানতে পারবেন। আর যদি না বুঝেন তাহলে আপনি ইউটিউবে আরও সুন্দর করে বিস্তারিত জানতে পারবেন।

আজকে আমাদের এই লোকাল থ্রেডের একজনের পদোন্নতি হয়েছে। ফুল মেম্বার হওয়ার জন্য @roksana.hee ভাই কে বিশেষভাবে অভিনন্দন জানাই। আশা করি আপনি এখন যেভাবে আমাদের মাখে এক্টিব ছিলেন, এখনো নিয়মিত এক্টিব থাকবেন এবং আমাদের লোকাল বোর্ডে পেতে সহায়তা করবেন। আবারো জানাই অভিনন্দন।  Cheesy