হ্যা, এইটা তখনকার পার্টনারশীপের অংশ। ওয়ার্টফোর্ড সে সিজনে কিছু দুর্দান্ত ম্যাচ খেলেছিল যেখানে একটা সম্ভবত ৩-০ লিভারপুল।
আমি অবশ্য ফুটবলের খবর তেমন একটা রাখি না। আর ৩-০ রেজাল্ট আমার কাছে খুব এক্সট্রা অর্ডিনারি মনে হচ্ছে না। তবে টিম যদি হয় অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সাথে নামিবিয়ার খেলা, তাহলে এরকম ব্যাবধানে জেতা আসলেই ক্রেডিটেবল।
কারণ সম্ভবত তারা নিউক্যাসেলের মেইন স্পন্সর না। বর্তমান টপিকে শুধু অফিসিয়াল পার্টনার লেখা আছে যেখানে আগে মেইন স্পন্সর লেখা থাকত।
হতে পারে। আমি কালকে বিভিন্ন কিছু লিখে লিখে সার্চ করে দেখছিলাম যে কোনো কারনে আমি পুরাতন কিট গুলোই দেখছি না তো? এখন বুঝতে পারলাম আসলে তারা মেইন স্পন্সর না থাকার কারনেই হয়তো জার্সি তে তাদের নাম নেই। কিন্তু পার্টনার হলে জার্সি তে অন্তত নাম টা তো থাকার কথা, সেটাও কোথাও দেখলাম না।