ইলেকট্রাম ওয়ালেট হলো একটা সফটওয়্যার ওয়ালেট। আর এটা ডিসেন্ট্রালাইসড হওয়ার এটি বিটকয়েন হোল্ডারদের কাছে অনেক জনপ্রিয়। তবে কেউ যদি দেখাযায় 20-30k বা তারও বেশি ডলার বিটকয়েনে ইনভেস্ট করে তাহলে কয়েক টাকা খরচ করে হার্ডওয়্যার ওয়ালেট কিনা সেখানে রাখাই বেশি নিরাপদ হবে। কারন যদি কেউ জানে যে আপনার কাছে এতোগুলা টাকা আছে তাও আপনার ফোনে বা কম্পিউটারে কোনো ওয়ালেটে তাইলে আপনার উপর অ্যাটাক হতেও পারে কোনো বিশ্বাস নাই। আর যদি হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করেন তাইলে এটা ছোট একটা ডিভাইস পেনড্রাইব এর মতো এটি আপনে একটা নিরাপদ যায়গায় লুকাইয়া রাখতে পারবেন এতে ঝুকি অনেক কমবে। তাই যদি অল্প পরিমানে ইনভেস্ট করেন তাইলে ইলেকট্রাম ওয়ালেট যথেষ্ট আর যদি হিউজ পরিমান হয় তাইলে হার্ডওয়্যার ওয়ালেটের দিকে নজর রাখতে পারেন
ওয়ালেট বলতে আমরা বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সি ওয়ালেট বুঝি। সেটা হোক সেন্ট্রালাইজ অথবা ডিসেন্টালাইজ।
কোন ওয়ালেটে ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধা সেন্ট্রালাইজড অথবা ডিসেন্টালাইজড?আমি বিটকয়েন সংরক্ষণ করে রাখার জন্য কোন ধরনের ওয়ালেট ব্যবহার করলে সুবিধা পাইতে পারি।
হার্ডওয়্যার ওয়ালেট কিনা সেখানে রাখাই বেশি নিরাপদ হবে।
Binance, Trust wallet, Kucoin,Mexc, Bybit, Gate.io
এই ওয়ালেট গুলা আমরা প্লে-স্টোর থেইকা ডাউনলোড করবার পারি এবং তারপর একাউন্ট ক্রিয়েট কইরা ভেরিফাইড করবার পারি।
Z_MBFM ভাই আপনে হার্ডওয়্যার ওয়ালেট কেনার কথা বললেন এটা কিভাবে কেনে বা কোথায় এই ওয়ালেট কিনতে পাওয়া যায়।