ফোরামে মাল্টিপল একাউন্ট চালানো এলাউ। আপনারা যদি মাল্টিপল কোউন্ট অপারেট করেন, এতে আমার কোনো সমস্যা নাই। সমস্যা অন্য যায়গায়। আপনারা মেরিট এবিউজ করেন কেনো? এতোদিন কারো নাম ধরে বলি নাই। আজকে বাধ্য হচ্ছি কয়েকজন কে মেনশন করতে।
নাম আর লিস্ট তো ভাই করলেন, কিন্তু মনে হয় কিছু কিছু পার্সন লিস্টের বাহিরেই রয়েছে।

আসলে আমিও আপনার এই নীতিতে চলি সাধারণ মানুষ, কারো সাথে বাজাবাজিতে নেই মিলেমিশে চলতেই পছন্দ করি। আমি এটাও মনে করতাম ঘরের নোংরা কাপড় বাইরে শুকাতে না দেওয়াই ভালো।
তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা এমন হয়ে দাঁড়িয়েছে যে, নোংরা কাপড়ের স্তুপ আর গন্ধের কারণে নিজেদেরকেই বাইরে থাকতে হচ্ছে।
মাঝেমধ্যে গ্লোবাল মেম্বারদের পোস্ট দেখে মাথা নিচু হয়ে যায়, এইসব অ্যাক্টিভিটি দেখে অনেক রেপুটেবল গ্লোবালমেম্বাররা মনে করে যে আমাদের লোকাল থ্রেড মাত্র কয়েকজন দাঁড়াই পরিচালিত হয়। এদের এই একটিভিটি এর কারনে এখন ভালোদেরকেও একই সারিতে দাঁড়াতে হচ্ছে।
তবে তারপরেও যারা এসব করে বেড়াচ্ছে তাদের জন্য আমার একটা কথাই
" মাসুদ তুমি কি কখনো ভালো হবে না? ভালো হয়ে যাও মাসুদ"
এনি ওয়ে, বাই দা রাস্তা Learn Bitcoin আপনি তো ভাই তলে তলে ৫০০ ক্রস করে ফেলছেন, এখন পিজ্জা নাকি মিষ্টি কোনটা খাওয়াবেন তাড়াতাড়ি বলেন?

এমন ভাবে আগাচ্ছেন যে আর ১৫০ একটিভিটি হওয়ার আগেই মনে হয় ১০০০ টাচ করে ফেলবেন।
যাইহোক ভাই আপনাকে নিয়ে আমি অনেক আশাবাদী যে পরবর্তীতে বাংলাদেশের এসেট Little Mouse, Shasan এদের পরপরই আপনার নাম থাকবে. অনেক অনেক অভিনন্দন আপনার পরবর্তী যাত্রার জন্য।
*ব্যানার স্ক্রিনশট বানিয়ে কংগ্রেজুলেশন জানাতে পারলাম না দেখে দুঃখিত ভাই
*