ফোরামে মাল্টিপল একাউন্ট চালানো এলাউ। আপনারা যদি মাল্টিপল কোউন্ট অপারেট করেন, এতে আমার কোনো সমস্যা নাই। সমস্যা অন্য যায়গায়। আপনারা মেরিট এবিউজ করেন কেনো? এতোদিন কারো নাম ধরে বলি নাই। আজকে বাধ্য হচ্ছি কয়েকজন কে মেনশন করতে। cryptoWODL, 2Pizza410000BTC, roksana.hee, HelliumZ , Out of mind, Essential10, Nothingtodo, Bitcoin_people, synchronym, Gulttam2a2, Synonyms, আপনারা সবাই নিজেদের কি মনে করেন বলেন তো? ফোরামে যারা আছে তারা কি আবাল? আপনাদের মেরিট ট্রেডিং কি কারো চোখে পড়ে না? আপনারা কি মনে করেন? মানুষ চোখে কাঠের চশমা লাগিয়ে বসে আছে? ফোরামে মেসেজ দিয়ে, টেলিগ্রামে মেসেজ দিয়ে মেরিট বেগিং, আবার অন্যদের কে হেল্প! বাহ! মগের মুল্লুগ মনে হচ্ছে? এখন সব গুলোরে ধরে যদি কয়েকজন ডিটি মিলে ট্যাগ মারা শুরু করে, কি করবেন আপনারা? আপনারা কি মনে করেন এগুলো কেউ দেখে না? বেশ কয়েকজন গ্লোবাল মেম্বারের চোখে আছেন, যখন ট্যাগ খাইয়া কান্নাকাটি করবেন, তখন বুঝবেন। কার কয়টা করে একাউন্ট, কোনটা দিয়ে কোনটা রে মেরিট দিচ্ছেন, এগুলো আসলে এনক্রিপ্ট করা তথ্য না। এগুলো সবার চোখের সামনেই।
হঠাৎ করে এতো খেইপা গেলেন কেনো ভাই। এইগুলা আমি অনেলবার বলছি কিন্তু কে শোনে কার কথা। আনকে আপনি সরাসরি নাম ধরে মেনশন করে ফেললেন তবে আপনার লিস্টে আরো কয়েকজনের দাম বাদ পড়ে গেছে যারা আসলে মূল হোতা। যেগুলা মেনশন করেছেন এগুলা হলো সেগুলার বাচ্চা। এগুলার লিডাররা ইতিমধ্যেই অনেক বড় হয়ে গেছে আর সেই একাউন্টগুলা এগুলারে লিড দিচ্ছে। জানিনা এগুলা বন্ধ হবে কি না। আর বন্ধ হবেও বা কেনো একটা একাউন্ট Full member র্যাংক অতিক্রম করলেও সিগনেচারে জয়েন হওয়া যায় আর সিগনেচার মানেই টাকা, কিসের এইসব নিয়াম কানুন টাকাই সব হা হা। এদের কিছু বলার নাই কারন আপনে ইতিমধ্যেই অনেক কিছু বইলা ফেলছেন তবে আমি কইতে চাই যে এরা সোনার ডিম পাড়া হাস জবাই করে ফেলছে কবে যেনো ডিমগুলা শেষ হয়ে যায় তখন শূন্য হইয়া কান্দাকাটি শুরু করবো। কোনো উচিত কথা কইতেও ভয় লাগে যে কে যে আকাম করে বেড়াইতেছে আমার পেছনে আবার কোন শত্রু লাগে। তাই কিছুদিন যাবত নিউট্রাল হয়ে আছি।
আর এই গ্রুপের লিডার সাহেব, আপনার নাম মেনশন করলাম না। মনে করবেন না আপনার নাম বাদ পড়েছেন তাই বলে বেচে গেলেন।
সব জায়গাতেই বড় বড় রাগভ্যুয়ালরা বাইচা যায় আর তার অনুসারীরা বিপদে পড়ে তবে ফোরামে কে কত বড় রাগভ্যুয়াল সেইটা মেটার করে না তাল মতো পরলে সবকিছুই সাইজ হইয়া যায়। এই ফোরামে অনেকেই ছিলো যারা ফোরামে অনেক পাওয়ার দেখাইছে (DT1, DT2) ছিলো তারা খিচ খাইয়া গেছে আবার কেউ কেউ ফোরাম ছাইড়া চইলা গেছে, কারো একাউন্ট ট্যাগ খাইছে। তাই অন্যায্য কিছু কইরা এই ফোরামে বেশিদিন টেকা যায় না৷ এইটা সবার মাথায় থাকা উচিত তাইলে আর এরকম কার্যকলাপ করতে যাবে না।