Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Review Master
on 18/11/2023, 11:47:23 UTC
সকলের দৃষ্টি আকর্ষন করছি।



অবশেষে ভালো একটি পোষ্ট পাইলাম নোটিফিকেশনে। যাইহোক বলার কিছু নাই, কারণ আমি যতবার বলেছি, ততবারে অনেক কাহিনী হয়েছে। এইজন্য নিজের মতো করে নিজের পোর্টফোলিও বৃদ্ধি করতাছি। যদিও অনেক পোষ্ট করতে মন চায়, কিন্তু ওইসব মেরিট ফার্মারদের জন্য ইচ্ছাটাই মরে যাচ্ছে।

বাকিদের জন্য শুভকামনা রইলো।  Wink




কিছু আপডেট সবার জন্য, যারা আমার পূরবর্তী এয়ারড্রপের পোষ্টগুলো অনুসরণ করেছে।
KTX Finance এর এয়ারড্রপ এখন ক্লেইম করা যাচ্ছে, বিস্তারিত এখানে: https://twitter.com/officialbitbyte/status/1725628000950169956

গুরুত্বপূর্ণ কিছু পোষ্টের লিংক দিলাম, যাদের সময় আছে তারা পইড়া নিয়েন।  Wink
https://twitter.com/officialbitbyte/status/1655216901134651400

DX25Labs প্রজেক্টের টেস্টনেটের পোষ্টটি শেয়ার করেছিলাম, যারা পোষ্টটি পড়ার পর প্রতিদিন ব্যবহার করেছেন। তারা নিজেদের এয়ারড্রপ এমাউন্ট এখানে চেক করতে পারেন: https://twitter.com/officialbitbyte/status/1725836495926489551