সকলের দৃষ্টি আকর্ষন করছি।
অবশেষে ভালো একটি পোষ্ট পাইলাম নোটিফিকেশনে। যাইহোক বলার কিছু নাই, কারণ আমি যতবার বলেছি, ততবারে অনেক কাহিনী হয়েছে। এইজন্য নিজের মতো করে নিজের পোর্টফোলিও বৃদ্ধি করতাছি। যদিও অনেক পোষ্ট করতে মন চায়, কিন্তু ওইসব মেরিট ফার্মারদের জন্য ইচ্ছাটাই মরে যাচ্ছে।
বাকিদের জন্য শুভকামনা রইলো।

কিছু আপডেট সবার জন্য, যারা আমার পূরবর্তী এয়ারড্রপের পোষ্টগুলো অনুসরণ করেছে।
KTX Finance এর এয়ারড্রপ এখন ক্লেইম করা যাচ্ছে, বিস্তারিত এখানে: https://twitter.com/officialbitbyte/status/1725628000950169956DX25Labs প্রজেক্টের টেস্টনেটের পোষ্টটি শেয়ার করেছিলাম, যারা পোষ্টটি পড়ার পর প্রতিদিন ব্যবহার করেছেন। তারা নিজেদের এয়ারড্রপ এমাউন্ট এখানে চেক করতে পারেন:
https://twitter.com/officialbitbyte/status/1725836495926489551