Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 18/11/2023, 12:01:14 UTC
⭐ Merited by Crypto Library (1)
কিন্তু এভাবে প্রকাশ্য সবার নাম মেনশন করা উচিত নয় কেননা এখানে মেধা এভোস বা যাই হোক না কেন । এটা আমাদের বাংলা কমিউনিটি তে কি হইতেসে সেটা অনেক DT সদস্যরা জানে না তাই অহেতুক এভাবে নাম মেনশন করে কমিউনিটির আরও বদনাম না বাড়ানো উচিত। আপনি চাইলে রেপুটেশন থ্রেডে যাইতে পারেন এই সব বিষয় নিয়ে , আশা করি আপনাকে এই সম্পর্কে আরও বিস্তারিত বলার প্রয়োজন নেই ।

চাপাই এর ভাষায় একটা কথা আছে, বুললেই বুলবেন বুইলছি!
আপনি কয়দিন হয় বাংলাদেশ থ্রেড এর পোষ্ট পড়তেছেন? বিগত ৩-৪ মাসে কম পক্ষে ২০ টা পোষ্ট করে এদের কে সতর্ক করা হয়েছে। কারো নাম ধরে বলা হয় নাই। আমি ছাড়া অন্যরাও নাম মেনশন না করে এসব না করার জন্য বলেছে। রেজাল্ট কি? ভাবসাব এমন যে, তুই কি চ্যাটের বাল! তোর কথা কে শোনে? এই যে এতোদিন নানান ভাবে পোষ্ট করে করে আকুতি মিনতি করে বললাম যে ভাইয়েরা এমন টা করবেন না প্লিজ। প্রত্যেকটা মেম্বার তার রেংক এর কাছে গেলে বড় দের কে নিজ উদ্যোগে মেসেজ করে মেরিট পাওয়ার ব্যাবস্থা করেছি নিজের সাধ্য মতো। তারপরও কি থেমেছে এদের এবিউজ? থামে নাই। তো নাম মেনশন করবো না তো কি করবো? আর কতো? কি একটা লজিগ দিলেন, নাম মেনশন করলে কমিউনিটির বদনাম হয়ে যাচ্ছে, আকাম কুকাম করলে বদনাম হচ্ছে না, এমন কিছু বুঝাতে চাচ্ছেন?

আমাদের বাংলাদেশ থ্রেড এর নিজস্য nutildah আর lovesmayfamilis এর ২য় ভার্শন দরকার।
এটা অনেক ভালো সিদ্ধান্ত কিন্তু আপনি এই ফোরামের অনেক কিছু  জানেন এবং বুঝেন ।আপনি একটা কথা অবশ্যই জানেন যে আমরা যাদেরকে ধুয়া তুলসি পাতা মনে করি কিন্তু তারাও কিন্তু ধুয়া তুলসী পাতা নয়।  তাই মনে রাখবেন সবারই কিছু না কিছু ভুল আছে।

কারোরই ধোয়া তুলশি পাতা হওয়ার দরকার নাই। ধোয়া তুলশি পাতা হতে হবে কেনো? কেউ ফেরেশতা না। ভুল হলে সেটা সংশোধন করতে হবে। তাই বলে মাসের পর মাস একই কাজ করা টা ভুল না। আপনি নিজেও ধোয়া তুলশি পাতা না। অল্ট একাউন্ট থেকে কথা বলার চাইতে মেইন আইডি থেকে পোষ্ট করেন। সুন্দর কনভারসেশন হবে।