Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 18/11/2023, 09:04:19 UTC
নাম আর লিস্ট তো ভাই করলেন, কিন্তু মনে হয় কিছু কিছু পার্সন লিস্টের বাহিরেই রয়েছে।  Grin
লিডারকে মেনশন করি নাই। এছাড়াও আরো কয়েকজন আছে, যাদের মেনশন করি নাই। এখন দেখেন আস্তে করে সবাই পাশ কাটিয়ে পোষ্ট করতেছে। এমন একখানা ভাব ধরছে মনে হয় তারা আমার পোষ্ট দেখেই নাই।

আসলে আমিও আপনার এই নীতিতে চলি সাধারণ মানুষ,  কারো সাথে বাজাবাজিতে নেই  মিলেমিশে চলতেই পছন্দ করি।  আমি এটাও মনে করতাম ঘরের নোংরা কাপড় বাইরে শুকাতে না দেওয়াই ভালো।
এই একটা মাত্র কারনে কাল অব্দি কারো নাম মেনশন করি নাই। যদি এক্সপোজ করে দেই, আমাদের লোকাল থ্রেড এর বদনাম হবে। কিন্তু সব কিছুর একটা লিমিট আছে। যেহেতু লিমিট ক্রস করে ফেলেছে, আর কোনো প্রকার ছাড় নয়। সিনিয়রদের সাথে আলাপ হয়েছে। আমার হাতে অনেক কিছুই আছে। তবুও কাউকে আজ অব্দি এই একটা কারনেই কিছুই বলি নাই। লিটল মাউস ভাই আজকে সকালেও বললো আমাকে যে ভাই, আমাদের কম্যুনিটি এমনেই ছোট। তাই উনি অনেক কিছু বুঝেও কিছু বলেন না।

তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা এমন হয়ে দাঁড়িয়েছে যে, নোংরা কাপড়ের স্তুপ আর গন্ধের কারণে নিজেদেরকেই বাইরে থাকতে হচ্ছে।  Roll Eyes
মাঝেমধ্যে গ্লোবাল মেম্বারদের  পোস্ট দেখে মাথা নিচু হয়ে যায়,  এইসব অ্যাক্টিভিটি দেখে অনেক রেপুটেবল গ্লোবালমেম্বাররা মনে করে যে আমাদের লোকাল থ্রেড  মাত্র কয়েকজন দাঁড়াই পরিচালিত হয়।

আপনি কি hugeblack এর পোষ্ট এর কথা বলছেন? উনি তো সেদিন এটা বলেই দিলো পাবলিক ভাবে। তখন Little Mouse ভাই ডিফেন্ড করছে।


এনি ওয়ে, বাই দা রাস্তা Learn Bitcoin আপনি তো ভাই তলে তলে ৫০০ ক্রস করে ফেলছেন, এখন পিজ্জা নাকি মিষ্টি কোনটা খাওয়াবেন তাড়াতাড়ি বলেন?   এমন ভাবে আগাচ্ছেন যে  আর ১৫০ একটিভিটি  হওয়ার আগেই মনে হয় ১০০০ টাচ করে ফেলবেন।
যাইহোক ভাই  আপনাকে নিয়ে আমি অনেক আশাবাদী যে পরবর্তীতে  বাংলাদেশের  এসেট Little Mouse, Shasan এদের পরপরই  আপনার নাম থাকবে.  অনেক অনেক অভিনন্দন আপনার পরবর্তী যাত্রার জন্য। *ব্যানার স্ক্রিনশট  বানিয়ে কংগ্রেজুলেশন জানাতে পারলাম না দেখে দুঃখিত ভাই Tongue *

মজা লইলেন ভাই। আমি আসেত আস্তে এখানে পোষ্ট করা কমিয়ে দিয়েছি। সেটা কি খেয়াল করেছেন? Little Mouse, Shasan , Crypto Library রা এসেট হয়েই আছে। আমাদের কমিউনিটি তাদের ইউটিলাইজ করতে পারলো না।

হঠাৎ করে এতো খেইপা গেলেন কেনো ভাই। এইগুলা আমি অনেলবার বলছি কিন্তু কে শোনে কার কথা। আনকে আপনি সরাসরি নাম ধরে মেনশন করে ফেললেন তবে আপনার লিস্টে আরো কয়েকজনের দাম বাদ পড়ে গেছে যারা আসলে মূল হোতা। যেগুলা মেনশন করেছেন এগুলা হলো সেগুলার বাচ্চা।

ভাই খেপার কিছু নাই। আর মেনে নেয়া যাচ্ছে না। একটা অরাজকতা শুরু হয়ে গেছে। যে যা পারে করতেছে। আমাদের বাংলাদেশ থ্রেড এর নিজস্য nutildah আর lovesmayfamilis এর ২য় ভার্শন দরকার। আর সেটা হতে হবে Little Mouse, Shasan , Crypto Library এর মতো ইউজারদেরকে।