আপনি নিজেও ধোয়া তুলশি পাতা না। অল্ট একাউন্ট থেকে কথা বলার চাইতে মেইন আইডি থেকে পোষ্ট করেন। সুন্দর কনভারসেশন হবে।
আমি জানি না এখানে কোন ধরনের ভাষা ব্যবহার করা উচিত । কিন্তু আপনি একটা কথা জানেন তো ,যে যেমন সে সবাইকে তেমনই ভাবে । আমি অহেতুক আপনার সাথে তর্কে জড়াতে চাই না । আপনি এবিউজ নিয়ে যতটা অবজ্ঞ এবং আপনার উচিত reputation থ্রেডে এই সব বিষয় উল্লেখ করা উচিত । যা বাংলা কমিউনিটির জন্য কল্যাণকর।