Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 19/11/2023, 05:49:42 UTC
কিন্তু আপনি একটা কথা জানেন তো ,যে যেমন সে সবাইকে তেমনই ভাবে । আমি অহেতুক আপনার সাথে তর্কে জড়াতে চাই না । আপনি এবিউজ নিয়ে যতটা অবজ্ঞ এবং আপনার উচিত reputation থ্রেডে এই সব বিষয় উল্লেখ করা । যা বাংলা কমিউনিটির জন্য কল্যাণকর।
আপনি নিজেই অহেতুক আগ বাড়িয়ে একটা ড্রামা তৈরী করতে চাচ্ছেন। আপনি এই পোষ্ট এ যা বলেছেন আর আপনার আগের পোষ্ট এ যা বলেছেন, প্রত্যেকটা কথা আগের পোষ্ট এর সাথে কন্ট্রাডিকশন করছে। যেমন:

এভাবে প্রকাশ্য সবার নাম মেনশন করা উচিত নয় কেননা এখানে মেধা এভোস বা যাই হোক না কেন । এটা আমাদের বাংলা কমিউনিটি তে কি হইতেসে সেটা অনেক DT সদস্যরা জানে না তাই অহেতুক এভাবে নাম মেনশন করে কমিউনিটির আরও বদনাম না বাড়ানো উচিতআপনি চাইলে রেপুটেশন থ্রেডে যাইতে পারেন এই সব বিষয় নিয়ে

কিন্তু আপনি একটা কথা জানেন তো ,যে যেমন সে সবাইকে তেমনই ভাবে । আমি অহেতুক আপনার সাথে তর্কে জড়াতে চাই না । আপনি এবিউজ নিয়ে যতটা অবজ্ঞ এবং আপনার উচিত reputation থ্রেডে এই সব বিষয় উল্লেখ করা । যা বাংলা কমিউনিটির জন্য কল্যাণকর।

একবার বলছেন যে নাম মেনশন করায় কমিউনিটির বদনাম বাড়ানো হচ্ছে। আবার বলছেন রেপুটেশন বোর্ড এ আলোচনা করতে। ব্যাপার টা কন্ট্রাডিকশন হয়ে গেলো না? আমি চাচ্ছি ঘরের ঝামেলা ঘরে মেটাতে, আর আপনি বলছেন রেপুটেশন বোর্ড এ পোষ্ট করতে। তো আপনার কি মনে হয় রেপুটেশন বোর্ড এ পোষ্ট করলে মান সম্মান বাড়বে খুব? সেখানে পোষ্ট করলে হয়তো কিছু মেরিট পাবো, তাতে কি লাভ হবে? আমি তো চাচ্ছি ঘরের ঝামেলা ঘরেই সমাধান হোক।

কিন্তু আপনি একটা কথা জানেন তো ,যে যেমন সে সবাইকে তেমনই ভাবে।

আপনি একটা কথা অবশ্যই জানেন যে আমরা যাদেরকে ধুয়া তুলসি পাতা মনে করি কিন্তু তারাও কিন্তু ধুয়া তুলসী পাতা নয়।

দেখেন তো দুইটা কথা একটা আরেকটার সাথে সাংঘর্ষিক কি না? একাবার বলছেন কেউ ধোয়া তুলশি পাতা না, আবার বলতেছেন যে যেমন, সে সবাইকে তেমন ভাবে। আপনার যুক্তি অনুযায়ী তো আপনি ধোয়া তুলশি পাতা না বলেই অন্যকে একই কথা বলছেন।

যাই হোক, হুদাই ফাউ প্যাচালে লাভ নাই। কমিউনিটিতে থাকেন, কয়দিন পর সব বুঝতে পারবেন। অবশ্য আপনি তো সবই জানেন। কারন কালো মানেই কালো না।  Wink