আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানি কয়েক বছর ধরে কিন্তু এই কয়েক বছর ধরে একটা জিনিস লক্ষ্য করতেছি ক্রিপ্টো মার্কেটে অনেক নিউজ আসতেছে যা মার্কেটে প্রাইসের দাম ওঠানামা করে এটা একটা কমন ব্যাপার l কিন্তু আরেকটা জিনিস শুনে আসছি বা অনেক বড় বড় ক্রিপ্টো Influencer বলে যে ক্রিপ্টো অনেক সিকিউর
কিন্তু গত কয়েক বছর ধরে একটা জিনিস লক্ষ্য করতেছি যে অনেক ক্রিপ্টো হোল্ডাররা তাদের Asset হারিয়ে ফেলতেছে বিভিন্ন কারণে
-- অনেকের ওয়ালেট হ্যাক হয়ে তাদের Asset হারাচ্ছে.
- অনেক এক্সচেঞ্জ স্ক্যাম করে ক্রিপ্টো হোল্ডারদের Asset নিয়ে যাচ্ছে আর অনেক ভুলভাল নিউজ দিচ্ছে যে এই সমস্যা ওই সমস্যা. তারা কখনো আর সেই Asset ফেরত দিচ্ছে না.
- অনেকে অতি লোভে পড়ে বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইডের খপ্পরে পড়ে তাদের Asset হারাচ্ছে.
ক্রিপ্টোকারেন্সি কি আসলেই নিরাপদ আর এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্তির উপায় কি ?ক্রিপ্টো কারেন্সিতে আপনার রিক্স আপনাকেই নিতে হবে। আপনি যদি অতিরিক্ত লোভে পড়ে বিশেষ করে বর্তমানে বিভিন্ন সোর্স থেকে এলোপাতাড়ি ভাবে লিংক দেওয়া হয় এবং ওই সব লিংক থেকে অনেক ওয়ালেট কানেক্ট করলে অবশ্যই আপনার ওয়ালেট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। তাই বিশ্বস্ত কোন সোর্স ছাড়া অন্য কোন উপায়ে পাওয়া লিংকে প্রবেশ করে ওয়ালেট কানেক্ট করবেন না। আবার বর্তমানে কিছু সুদের মতো বিজনেস শুরু হয়েছে যেখানে ১০ ডলার লাগবে প্রতিদিন কিছু না কিছু টাকা দেয় এই সমস্ত খপপরে করে পড়বেন না । এখানে ওয়ালেট কানেক্ট করে কাজ করতে হয় যা অতিরিক্ত রিক্সি বলে মনে হয়।