Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
SPARE
on 21/11/2023, 04:37:39 UTC

১. ওয়ালেট হ্যাক হতে পারে বিভিন্ন কারনে। কোনো কারনে যদি ডিভাইস হ্যাক হয়ে থাকে, তাহলে ডিভাইসের ওয়ালেট নিরাপদ থাকবে কিভাবে? সিকিউরড ডিভাইসে ওয়ালেট ইনষ্টল করা থাকতে হবে।

২. আরো কারন হতে পারে সিড ফ্রেস এবং প্রাইভেট কি কম্প্রোমাইজ। আপনার কম্পিউটার বা মোবাইলে সিড ফ্রেস এবং প্রাইভেট কি রাকা কখনোই নিরাপদ না। সেটা বেহাত হয়ে গেলেই হ্যাকিংয়ে পড়তে হবে।

৩. আরেকটা কারন হলো ওয়ালেট চয়েজ। মানুষ ক্রিপ্টো হোল্ড করার জন্য এক্সচেন্জ কেনো ব্যাবহার করবে? যেখানে নন কাষ্টডিয়াল ওয়ালেট আছে, সেখানে এক্সচেন্জ এ হোল্ড করার কোনো কারন আমি দেখি না। সিকিউরিটির জন্য নন কাষ্টডিয়াল ওয়ালেট ব্যাবহার করতে হবে। অথবা হার্ডওয়্যার ওয়ালেট।

৪. ফিশিং থেকে বেচে থাকাও জরুরী। কখনোই থার্ড পার্টি ওয়েবসাইট সাথে ওয়ালেট এপ বা সফটওয়্যার ডাউনলোড এবং ইনষ্টল করবেন না। অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যাবহার করবেন।

৫. পন্জি স্কিম বা পিরামিড স্কিম এর খপ্পরে পড়েছেন তো শেষ। আমরা অনেকে জেনে শুনেই এসব স্কিম এ ইনভেষ্ট করি। সবশেষে সর্বশান্ত হয়ে বসে থাকি।



ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আশা করি আপনার দেওয়া তথ্য গুলো যদি সবাই মেনে চলে তাহলে হয়তো সে কোনদিন হ্যাকিং এর শিকার হবে না বা তার অ্যাসেট কখনো হারাবে না