60 এর উপরে যাবে আগামী বৎসরে ২০২৪ সালের বিটকানের দাম।
বিটকান ৬০ এর ওপরে যাবে কেনো? আমার তো মনে হয় বিটকয়েন ২০২৪ এর শেষের দিকে হয়তো তার আগের অল টাইম হাই ক্রস করে ফেলবে। এই মুহুর্তে অনেকেই মার্কেট এ ঢুকবে আর্লি বাই করে রাখার জন্য। যেহেতু এবারের রিওয়ার্ড হাভিং সবচাইতে বেশি অভজারভেশনে রাখা হয়েছে, অনেকের মতে এই হাভিংয়ের পর আমরা এতো ম্যাসিভ বুল রান না ও দেখতে পারি। তবে সেটা যেহেতু ভবিষ্যত, আমাদের কে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে।
এটা বলাই যায় যে বিটকয়েন তার আগের ATH অতিক্রম করবে তবে সেটা ২০২৪ এই হবে কি না তা গেরান্টি দেওয়া যায় না তবে কিছু কিছু প্রেডিকশন আর বিটকয়েনের ৪ বছর সার্কেল আমাদের ধরনা দেয় যে ২০২৪ এর শেষের দিকে ভালো কিছু দেখা যেতে পারে। আর বিটকয়েনের দাম কিছুটা নরাচরা করতেছে উপরের দিকে যাওয়ার জন্য। আর একবার পাম্প হতে শুরু করতে মানুষ প্যানিক হইয়া বিটকয়েনে ইনভেস্ট করা শুরু করবো তখন দাম আরো দ্রুত বারবো। দেখা যাক কি ঘটে সামনে।
বিটকয়েন এর ট্রানজেকশন ফিস এর কি অবস্থা দেখেছেন সবাই? আমি তো কয়েন মুভ করার কোনো সাহস ই করতে পারছি না। ১ লাখ সাতোশি মুভ করতে গেলে ৪০ হাজার সাতোশি ফি চাচ্ছিলো। ভাবলাম আপাতত থাক, কবে এই ট্রানজেকশনের জ্যাম থামবে, কেউ প্রেডিক্ট করতে পারেন?
এই ফি এর কথা আর কি বলবো এর জন্য সিগনেচার প্যামেন্ট পর্যন্ত আটকে জাইতেছে আবার এদিকে আমার কাছে যে বিটকয়েনগুলা আছে তা ট্রান্সফার করে এক্সচেঞ্জে নেওয়া পারতেছি না। এদিকে মাসের শেষের দিকে আইসা পরছি, হাতে তেমন টাকাও নাই। বিটকয়েন বিক্রি কইরা এই কয়দিনের ব্যাকাপ দিবো তারও রাস্তা নাই আমি ধার কইরা চলতেছি এই অতিরিক্ত ফি এর কারনে। কতদিন যে এমন থাকে। তবে বিটকয়েনের দাম স্টাবল না হওয়া পর্যন্ত এই ফি এর সমস্যা সমাধান হইবো না। বিটকয়েনের দাম উঠা নামা করতেছে বেশি পরিমানে তাই এমন হইতেছে