তবে বিটকয়েনের দাম স্টাবল না হওয়া পর্যন্ত এই ফি এর সমস্যা সমাধান হইবো না। বিটকয়েনের দাম উঠা নামা করতেছে বেশি পরিমানে তাই এমন হইতেছে
না ভাই। বিটকয়েনের এমন ফিস এর কারন অনেক বেশি ট্রানজেকশন ভলিয়মের কারনে। যদি মিমপুল দেখেন, সেখানে প্রায় আড়াই রাখ পেন্ডিং ট্রানজেকশন আছে। প্রতি ব্লকে এভারেজ এ ৩০০০ এর মতো ট্রানজেকশন কনফার্ম হচ্ছে। এতা বেশি ট্রানজেকশন হওয়ার কারন হলো বিটকয়েনের প্রটোকল এর তাপরুট ব্যাবহার করে বি আর সি ২০ টোকেন তৈরী এবং সেগুলোর প্রসার। কিছুদিন আগে অরডি নামে একটা কয়েন অরডিনাল ব্যাবহার করে বানানো হয়েছে যেটা বাইনান্সে লিষ্ট হওয়ার ঘোষনা আসার পর থেকেই অবস্থা খারাপ। মানূষ প্রচুর পরিমানে অরডি ট্রানজেকশন করতেছে আর এর প্রভাব পড়ছে বিটকয়েন ব্যাবহার কারীদের ওপর। তাছাড়া ডাস্ট ট্রানজেকশন হচ্ছে অনেক যেগুলো মূলত স্প্যাম। মানুষ ৫০০ সাতোশি সেন্ড করার জন্য ৪০-৫০ হাজার সাতোশি ট্রানজেকশন ফি দিচ্ছে। পুরাই লল!