দুইদিন আগে আমি একটা পোস্টে হ্যাকের ব্যাপারটা বললাম দেখেন আজকেই একটা নিউজ দেখতে পেলাম যে কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ হ্যাক হয়ে গিয়েছে সেখান থেকে অনেক ইউজার তাদের এসেট হারিয়েছে এইভাবে চলতে থাকলে আসলে মানুষ cryptocurrency এর প্রতি অনীহা হয়ে পড়বে.
https://twitter.com/KyberNetwork/status/1727475235342217682?t=iaO4tOA4xjbkS6lihfGPDw&s=19আপনাদের যদি কারো কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ এ এসেট থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব উত্তোলন করে ফেলুন টিম থেকে বারবার বলতেছে উঠানোর জন্য.
নিজের ভূলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন। অন্যের ভুলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন না।
ভাই আপনার কথা ঠিক আছে যদি আমার নিজের ভুলের কারণে আমার কোন ক্ষতি হয় তাহলে পরবর্তীতে নিজের মনকে হয়ত শান্তনা দিতে পারব যে ভুলটা আমারই ছিল, কিন্তু অন্যের ভুলের কারণে নিজের ক্ষতি হলে সেটা মেনে নেওয়া খুবই কষ্টকর কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে কিছু ঘটনা এরকম হয়েছে যে যারা তাদের সম্পত্তি হারিয়েছে অন্যের কারণে, যেমন কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ হ্যাক হলো এখানে তো কোন ইউজারের দোষ নেই এটা তো সম্পূর্ণ দোষ ওই টিমের.