Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
HelliumZ
on 25/11/2023, 15:07:21 UTC
কালকে দেখলাম একটা ব্লক এ ৮৬ বিটকয়েন ফি ছিলো। সেটা অবশ্য কেউ একজন ভুলে করেছে মনে হয়।
হায় আল্লাহ!! কিভাবে ৮৬ বিটকয়েন ফি হয়। বিটকয়েন transfer করার সময় তো ফি অটোমেটিক সেট হয়ে যায়। কত বিটকয়েন লেনদেন করেছে যে ৮৬ বিটকয়েন ফি হয়ে যাবে। আবার মাঝে মাঝে দেখি ১০০সাতোসি পার বাইটের ফি তে কতো কতো লেনদেন ৩০ সাতোসি পার বাইটের সম্পূর্ণ হয়ে গেছে। আসলে যারা এই সমস্ত বিষয়াদি তৈরি করেছেন তারাই কেবল বলতে পারবেন এত দ্রুত কিভাবে লেনদেনের ফি আপ ডাউন করে। তবে ৮৬ বিটকয়েনের ফি আমার কাছে জটিল হয়েই রবে।

https://blockstream.info/nojs/tx/b5a2af5845a8d3796308ff9840e567b14cf6bb158ff26c999e6f9a1f5448f9aa

এই ট্রানজেকশন টা দেখেন। এই লোকের ওয়ালেট এ ১৩৯.৪২ বিটকয়েন ছিলো। তিনি সেটা ট্রান্সফার করতে গিয়ে ৮৩.৬৫ বিটকয়েন ফি দিয়ে ফেলেছেন। সম্ভবত এমন কোনো ওয়ালেট ইউজ করেছেন যেখানে ম্যানুয়াল ফি এডিট অপশন চালু করা ছিলো এবং তিনি ফি এর যায়গায় এমাউন্ট বসিয়ে দিয়েছে ভুল করে। আমার আপাতত এমনটাই মনে হচ্ছে।  কয়েক লাখ ডলার নিমিষেই শেষ হয়ে গেলো। ট্রানজেকশন করার পর যদি কনফারমেশন হওয়ার আগ অব্দি বুঝতে পারতো, তাহলে হয়তো ফি কমানো যেতো। কিন্তু যেটা হয়ে গেছে, সেটা এখন আর রোল ব্যাক করার কোনো উপায় নেই। জীবন পাল্টে দেয়ার মতো কিছু ভুল মানুষ করে থাকে। এসব হলো সেই ধরনের ভূল।  

ভাই আপনারাই অভিজ্ঞ সেটা আপনারাই বলতে পারবেন। এমনও কিছু ওয়ালেট জীবনে কি দেখেছেন যে ফিয়ের অপশনটা বা ইস্পেসটা নিজে এডিট করে লেখা যায়। আপনি উইথড্র করবেন বা ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা নিজে নিজে লিখলেই অটোমেটিক ফিয়ের জায়গাটা পূরণ হয়ে যায়। এই সমস্ত ইউজাররা কি এমন ওয়ালেট ব্যবহার করে যেখানে 140 বিটকয়েন লেনদেন করতে ৮০ বিটকয়েনের মতো ফি কেটে নেয়। আসলে ভাই গোলমাল টা অন্য জায়গায় যা আমি আপনি বুঝতে পারব না। ভেবে দেখেছেন কি ১৪০ বিটকয়েন লেনদেন করতে ৮০ বিটকয়েন ফি!!!!!!

ভাইয়েরা এরা মনে হয় ৩-৪ সেন্ট করে বিটকয়েন কিনেছিল। এজন্য এদেরকে ক্ষেত্রে অটোমেটিক ফিয়ের পরিমাণ বেশি কেটেছে।