Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 25/11/2023, 13:00:56 UTC
বিটকয়েনের ট্রানজেকশনের ভলিয়ম সাধারনত বুল রানে বেড়ে থাকে। কিন্তু এখনো বুল রান শুরুই হয়নি, তবুও ট্রানজেকশন এর পরিমান এবং ফিস অতিরিক্ত পরিমানে বেড়ে গেছে। দাম যে খুব বেশি এদিক সেদিক হচ্ছে তেমন টা বলবো না। কারন বিগত ১৫ দিনের চার্ট অনুযায়ী বিটকয়েন ৩৫০০০ হাজার ডলার থেকে ৩৭৫০০ ডলারের ভেতরেই অবস্থান করছে। এটা তো বিটকয়েনের ন্যাচারই বলা চলে। তবে যে পরিমান ট্রানজেকশন পেন্ডিং পড়ে আছে, আগামী ৩০ দিন কোনো ট্রানজেকশন না হলেও প্রায় ৩৪ দিন সময় লাগবে মিমপুল খালি হতে। এভারেজ ব্লকটাইম ১০ মিনিট ধরে, প্রতি ব্লকে এভারেজ এ ৩০০০ ট্রানজেকশন গেলে, আড়াই লাখ ট্রানজেকশন কনফার্ম হতে এই পরিমান সময় লাগবে। এখন চিন্তা করে দেখেন কতোদিন পর এসব নরমাল হতে পারে। আর ট্রানজেকশন তো বন্ধ থাকবে না। আগামী ২ মাসে অন্তত ফিস কমার চান্স দেখি না।
সেন্ডাবল মেরিট না থাকার কারণে আপনার এই পোস্টটাকে  মূল্যায়ন করতে পারলাম না। Grin
যাইহোক যারা জানেন না বিটকয়েনের লেনদেন ফি কেন বৃদ্ধি পায় এবং কিভাবে এর ট্রানজেকশন ফি হিসাব করা হয় তারা কয়েন আলাপ এই পোস্টটি আর্টিকেলটি পারেন। 

লিংক দেয়ার জন্য ধন্যবাদ ভাই। ফি সম্পর্কে মোটামেটি জানলেও, ফি কিভাবে ক্যালকুলেট করা হয়, সেটা এখান থেকেই জানলাম। তবে মূখস্ত করার জন্য আরো কয়েকবার দেখা লাগবে। কোনো না কোনো সময় হয়তো আমাকে কেউ প্রশ্ন করতে পারে। আপাতত মিমপুল এর জ্যাম কমার কোনো চান্স দেখছি না। তবে আজকে সকালে তুলনামুলক ভাবে ফি কম ছিলো। সকালে ৩৬ সাতোশি পার বাইট ছিলো যেটা এখনো প্রায় ৫০ সাতোশি পার বাইট। তবে সারাদিনে বেশিরভাগ সময় ধরে ৭৫ সাতোশি পার বাইটের ওপরে ছিলো। এই সময় টা আমরা ব্যাবহারকারী হিসেবে তেমন খুশি না হলেও, তাপরুটেএবং এই নেটওয়ার্কের জ্যাম মাইনার রা খুবই উপভোগ করছে মনে হয়। যারা ভাবছিলেন যে সব কয়েন মাইনিং হয়ে গেলে তারপর কি হবে? এখন যেভাবে চলছে, সেভাবেই চলবে। কালকে দেখলাম একটা ব্লক এ ৮৬ বিটকয়েন ফি ছিলো। সেটা অবশ্য কেউ একজন ভুলে করেছে মনে হয়।