Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 26/11/2023, 03:20:59 UTC
কালকে দেখলাম একটা ব্লক এ ৮৬ বিটকয়েন ফি ছিলো। সেটা অবশ্য কেউ একজন ভুলে করেছে মনে হয়।
হায় আল্লাহ!! কিভাবে ৮৬ বিটকয়েন ফি হয়। বিটকয়েন transfer করার সময় তো ফি অটোমেটিক সেট হয়ে যায়। কত বিটকয়েন লেনদেন করেছে যে ৮৬ বিটকয়েন ফি হয়ে যাবে। আবার মাঝে মাঝে দেখি ১০০সাতোসি পার বাইটের ফি তে কতো কতো লেনদেন ৩০ সাতোসি পার বাইটের সম্পূর্ণ হয়ে গেছে। আসলে যারা এই সমস্ত বিষয়াদি তৈরি করেছেন তারাই কেবল বলতে পারবেন এত দ্রুত কিভাবে লেনদেনের ফি আপ ডাউন করে। তবে ৮৬ বিটকয়েনের ফি আমার কাছে জটিল হয়েই রবে।
গ্লোবালে এরকম একটি পোস্ট আমিও পড়েছি কিন্তু বিশ্বাস করা কঠিন যে ট্রানজাকশন ফি হিসাবে ৮৬ বিটকয়েন কেটে নেওয়া হয়েছে। ৩০ থেকে ৫০ সাতোসির মধ্যে যেখানে একটি ট্রানজাকশন সম্পূর্ণ হয় সেখানে অন্য একটি ট্রানজাকশন হতে কিভাবে 86 পরিমাণ বিটিসি লাগে। ১০ ডলার সমপরিমাণ বিটকয়েন লেনদেন করতে যে পরিমাণ লেনদেন ফি প্রয়োজন হয় ১০ হাজার ডলার পরিমাণ বিটকয়েন লেনদেন করতে একই পরিমাণ বিটকয়েন লেনদেন ফি প্রয়োজন হয় তাহলে এটা কিভাবে সম্ভব। টেকনিক্যালি এত বড় ভুল হওয়ার সম্ভাবনাও খুবই কম তাহলে এ বিষয়টি কিভাবে ঘটলো।