Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
HelliumZ
on 30/11/2023, 14:27:56 UTC

সিনবাদের অবস্থা তো দেখি গুরুতর। অলরেডি বাইনান্স সিনবাদ কাম্পেইনের এসক্রো এড্রেস ব্লাকলিস্টে ফালায় দিয়ে। রয়েস কি বলে দেখেন।

The case is serious and I am considering not to touch any funds that is in the escrow address right now unless I speak to a lawyer. This means no one is going to receive anymore payments unless I have a direction from the lawyer. It's for the safety of everyone.


সিনবাদ মিক্সারে যারা সিগনেচার ক্যাম্পেইন করেছে এবং ওই সিগনেচার ক্যাম্পেইনের ইস্ক্রো এড্রেস থেকে যে সকল পার্টিসিপেন্টরা পেমেন্ট পেয়েছে তাদের ক্ষেত্রেও কি কোন সমস্যা হবে কিনা সেটা কেউ বলতে পারে। তাহলে তো এক সময় বিটকয়েন ফোরামের অবস্থাও গুরুতর হয়ে যাবে কেউ আর এই মিক্সার টাইপের সিগনেচার ক্যাম্পেইন ম্যানেজ করতে চাইবে না। এই কেসটা আসলে গুরুতর এবং খুব সম্ভবত Royse ভয়ে রয়েছে এবং সে একজন আইনজীবীর সাথে কথা বলে এই বিষয়ে একটু ক্লিয়ার হতে চান। পরবর্তীতে কি ঘটবে এই বিষয় নিয়ে আপাতত এখন কিছু বলা যাচ্ছে না। তবে কিছুদিন রইসি কে গা ঢাকা দিয়ে থাকাই ভালো বলে মনে করছি।