(আমি যতদূর জানি Fingerprints টা এভাবে কাজ করে। তবে যদি ভুল বলে থাকি সংশোধন করে দিয়েন)
যেমন আমি, কথায় কথায় আপনার পাবলিক p.key কপি করলাম এবং সেটা আপনার p.key কিনা সেটা মিলে দেখার জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট চেক করলাম এবং চেক করার পর দেখলাম সেটা আপনারই পাবলিক কে।
তবে আমি
@BitcoinGirl.Club যে পোস্টটি করেছে সেখানে দেখলাম যে সবারই একটা আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট প্রকাশ করেছে।
আমার নিজস্ব কোন কি ফিঙ্গারপ্রিন্ট আছে নাকি অন্যজনের পাবলিক p.key নেওয়ার পর শুধু তার ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবো। এইটা বুঝতে পারছি না যদি এটা একটু কষ্ট কইরা পরিষ্কারভাবে বুঝায়ে দিতেন।