আমি কিভাবে আমার নিজের ফিঙ্গারপ্রিন্ট বের করতে পারি ভাই আর একবার যদি ছবি দিয়ে বলতেন।
ছবিটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। ঐখানে দুইজনের কি ইমপোর্ট করা ছিলো। My keys এর ঠিক নিচে। আমি উদাহরণ হিসেবে Learn Bitcoin ভাইয়েরটা দেখিয়েছিলাম। তবে তার ঠিক উপরে আমার কি টাও ছিল। চাইলে ঐটা থেকে আমার কি গুলো বের করা যেতো। সেম প্রসেস। একটু ভালো করে দেখেন ভাই। এই সামান্য বিষয় যদি ধরতে না পারেন তাহলে কই যাবো!!!

