Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 04/12/2023, 17:11:35 UTC
বিটকয়েন টক কমিউনিটি অ্যাওয়ার্ড  ২০২৩ এর ভোটিং শুরু হয়ে গিয়েছে।

যাদের ৫০টি বা এর ওপর  মেরিট রয়েছে তারা নিজেদের পছন্দের মেম্বারদের বাছাই করে  ভোট দিয়ে অংশগ্রহণ করতে পারেন। 

ভাই আমার জাস্ট একটা প্রশ্ন ছিল। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। কিছু ক্যাটাগরির জন্য পছন্দের মেম্বার আছে আমার। তবে যদি এমন কোনো ক্যাটাগরি থাকে যেখানে আমার চয়েজের কোনো মেম্বারই নাই (কথার কথা), সেক্ষেত্রে কি ঐ স্লটটা খালি রাখা যাবে? কারণ আমি অনেক মেম্বারকে ঐভাবে চিনিনা, কে কোন দিকে ভালো কন্ট্রিবিউট করেছে।
ভাই কোন সমস্যা, সিঙ্গারা, পেয়ারা কোন কিছুই নেই। যে ক্যাটাগরিতে আপনার চয়েজের কোন মেম্বার নেই সেটা খালি রাখেন পরবর্তীতে এই ভোটিং পিরিয়ড শেষ হওয়ার আগে ওই ক্যাটাগরির জন্য যদি কোন মেম্বারকে আপনার চয়েস হয় তাহলে জাস্ট আপনার পোস্টটি এডিট করে সেখানে ওই মেম্বারের নামটি বসিয়ে দিবেন।  Wink
  • You can edit your application until the thread is locked Note.

তাছাড়া নমিনেশন ডিসক্রিপশন গুলো পড়লে আমি মনে করি আপনি আপনার  ভোটের জন্য পছন্দের মেম্বার সহজে খুঁজে পাবেন।