জিতুক বা না জিতুক সেটা বড় বিষয় নয়, ফোরামের কমিউনিটিতে যে নামের একটা পরিচয় বা পরিচিতি হচ্ছে আমার কাছে এটাই মনোমুগ্ধকর লাগতেছে। অভিনন্দন Learn Bitcoin ভাই।
জী ভাই সেটা তো অবশ্যই। দেশি মানুষ যখন বিদেশে গিয়ে সুনামধন্য কাজ করে আসে সেটা আসলেই ভালো লাগে। হয়তো বেশিই বলে ফেল্লাম, তবুও আসলেই এমন অনুভূতি হয় অনেকেই। কাইন্ড অফ বলতে পারেন, বুক ফুলিয়ে কথা বলার মতো। যেহেতু অনেকেই রেকগনাইচেশন পাইতেছে, সেহেতু আশা করা যায় ভালো কিছুই পাবো।
ভুলে ডিশকাশনের লিংক দিয়ে দিসিলাম। অনেকগুলো ভাষায় দেখি অনুবাদ করা হইছে। ঠিক করে দিসে, বাইদাওয়ে।