কোট
জী ভাই একটু আগে পড়লাম রুলস গুলো। সাবমিটও ডান। দেখা যাক কি হয়।

কনটেস্ট
বদ্দা বেস্ট অফ লাক। অনেকেই দেখলাম আপনার নামও নমিনেশনে দিয়েছে, বিটকয়েনটক কনটেস্টে। এবার যদি বাংলাদেশ থেকে কেউ জিতে বিষয়টা কিন্তু খারাপ হয়না। আলাদা একটা পরিচয় পাওয়া যাবে সবার দ্বারে। বাংলাদেশেও যে স্ক্যামবাস্টার আছে সবাই জানবে।

জিতুক বা না জিতুক সেটা বড় বিষয় নয়, ফোরামের কমিউনিটিতে যে নামের একটা পরিচয় বা পরিচিতি হচ্ছে আমার কাছে এটাই মনোমুগ্ধকর লাগতেছে। অভিনন্দন Learn Bitcoin ভাই।
ভুল লিংক দিছেন মিয়া -_-, মেটা বোর্ডের টপিক লিংক দিয়ে দেন
