বদ্দা বেস্ট অফ লাক। অনেকেই দেখলাম আপনার নামও নমিনেশনে দিয়েছে, বিটকয়েনটক কনটেস্টে। এবার যদি বাংলাদেশ থেকে কেউ জিতে বিষয়টা কিন্তু খারাপ হয়না। আলাদা একটা পরিচয় পাওয়া যাবে সবার দ্বারে। বাংলাদেশেও যে স্ক্যামবাস্টার আছে সবাই জানবে।

জিতুক বা না জিতুক সেটা বড় বিষয় নয়, ফোরামের কমিউনিটিতে যে নামের একটা পরিচয় বা পরিচিতি হচ্ছে আমার কাছে এটাই মনোমুগ্ধকর লাগতেছে। অভিনন্দন Learn Bitcoin ভাই।
এই ভাই! হচ্ছে টা কি বলেন তো দেখি। ক্যাটাগরি টা হলো বেষ্ট স্ক্যাম বাস্টার। ফোরামে এতো এতো ভালো ভালো স্ক্যাম বাস্টার থাকতে পাবলিক আমাকে কেনো চুজ করবে? আমি তো রেপুটেশনের দিক থেকে তেমন কেউ না। তাছাড়া খুব বেশি স্ক্যাম সাইট লিংক করতে পেরেছি তাও না। আপনাদের ধন্যবাদ যে আমাকে আপনারা ভোট দিয়েছেন। তবে সবচাইতে বেশি সারপ্রাইজড হলাম যখন দেখলাম NotATether আমাকে ভোট দিলো।
সত্যি বলতে, আমি জানি এতো বেশি মেম্বারের মাঝে আমি কখনোই উইন হবো না। তবে এই যে কয়েকটা ভোট এ নাম থেকে যাচ্ছে, ব্যাপারটা আসলেই ভালো লাগছে। আমি কখনোই এরকম কোনো নমিনেশন পাওয়ার চিন্তাও করি নাই। আর বোট পাওয়া তো পরের ব্যাপার।