এই ভাই! হচ্ছে টা কি বলেন তো দেখি। ক্যাটাগরি টা হলো বেষ্ট স্ক্যাম বাস্টার। ফোরামে এতো এতো ভালো ভালো স্ক্যাম বাস্টার থাকতে পাবলিক আমাকে কেনো চুজ করবে? আমি তো রেপুটেশনের দিক থেকে তেমন কেউ না। তাছাড়া খুব বেশি স্ক্যাম সাইট লিংক করতে পেরেছি তাও না। আপনাদের ধন্যবাদ যে আমাকে আপনারা ভোট দিয়েছেন। তবে সবচাইতে বেশি সারপ্রাইজড হলাম যখন দেখলাম NotATether আমাকে ভোট দিলো।
সত্যি বলতে, আমি জানি এতো বেশি মেম্বারের মাঝে আমি কখনোই উইন হবো না। তবে এই যে কয়েকটা ভোট এ নাম থেকে যাচ্ছে, ব্যাপারটা আসলেই ভালো লাগছে। আমি কখনোই এরকম কোনো নমিনেশন পাওয়ার চিন্তাও করি নাই। আর বোট পাওয়া তো পরের ব্যাপার।
আইলা জাদু

। মনে মনে ঠিকই লাড্ডু ফুটতেছে আপনার, বুঝতেছি ভাই বুঝতেছি। হ্যা এই বিষয়টা আমারো অবাক লাগছে যখন দেখলাম NotATether আপনার নাম এড করছে তাও আবার লিংক আকারে। আসলেই অবাক করা বিষয়। পরে ভাবলাম দেই, দেশি মানুষকেই ভোট দেই, হারলেও বা কি জিতলেও বা কি, নমিনেশন পাইছেন এতেই সুনাম। তবে আমার মনে হচ্ছে, Gazeta ই জিতবে। কারণ বেশিরভাগ স্প্যামবাস্টার এ ওর নাম।
আরেকটা মজার বিষয় হলো, আমি bitcoingirl.club কে মিস বিটায়েনটক ক্যাটাগরিতে আড করছিলাম। বাট দা ফ্যানি থিং ইজ, সে নাকি পুরুষ মানুষ

। লল।
বাইদাওয়ে, ভোটাভোটি কতদিন পপর্যন্ত চলবে কেউ জানেন? সম্ভবতো ৬০ দিন দেখলাম কোথায় জানি, খেয়াল করিনি।