Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
cryptoWODL
on 05/12/2023, 03:29:00 UTC
এই ভাই! হচ্ছে টা কি বলেন তো দেখি। ক্যাটাগরি টা হলো বেষ্ট স্ক্যাম বাস্টার। ফোরামে এতো এতো ভালো ভালো স্ক্যাম বাস্টার থাকতে পাবলিক আমাকে কেনো চুজ করবে? আমি তো রেপুটেশনের দিক থেকে তেমন কেউ না। তাছাড়া খুব বেশি স্ক্যাম সাইট লিংক করতে পেরেছি তাও না। আপনাদের ধন্যবাদ যে আমাকে আপনারা ভোট দিয়েছেন। তবে সবচাইতে বেশি সারপ্রাইজড হলাম যখন দেখলাম NotATether আমাকে ভোট দিলো।

সত্যি বলতে, আমি জানি এতো বেশি মেম্বারের মাঝে আমি কখনোই উইন হবো না। তবে এই যে কয়েকটা ভোট এ নাম থেকে যাচ্ছে, ব্যাপারটা আসলেই ভালো লাগছে। আমি কখনোই এরকম কোনো নমিনেশন পাওয়ার চিন্তাও করি নাই। আর বোট পাওয়া তো পরের ব্যাপার।
আপনি ইতিমধ্যেই ভাই, আমি সহ পাঁচজনের ভোট পেয়েছেন। আমি স্কাম বুস্টার এর স্লটটা খালি রেখেছিলাম সেখানে এডিট করে আজকে আমি আপনার নাম দিয়ে দিয়েছি।
আপনি সহ আমি আরেকজনের নাম দেখতে পেয়েছি সে হচ্ছে, @Little Mouse ভাই।