এলাকার দাদিরা বলে "" যায় দিন ভালো আসে দিন মন্দ""
এই একই অবস্থার মধ্যে পরে গেলাম দেখি। কয়েক দিন আগে ট্রানজেকশন ফি $৪-৫ ডলার মনে হয় ছিলো ভাবছিলাম সপ্তাহ খানেক পর মনে হয় স্বাভাবিক হয়ে যাবে, তখন ট্রান্সফার করে সেল করমু। কিন্তু ক্রমাগতভাবেই দেখি শুধু ফি বাড়তে চলেছে। দুঃখের কথা কি বলব অনকের হাসি পেতে পারে শশুর বাড়ি যাইতেও টাকা হাওলাদ করে নিয়ে মিষ্টি কিনে নিয়ে আসলাম। আজকে কিছু ডলার সেল করতে চাইলাম, ফি দেখে পুরাই অভাক হয়ে পরেছি। আজকে কিছু ডলার ট্রান্সফার করতে চাইলাম দেখি ফি $২৪ বেশি দেওয়া লাগবে।

ট্রানসেকশন ফি সাময়িক সময়ের জন্য একটু বেশি কিন্তু সব সময় তো আর বেশি হয় না। কিছুদিন আগেও কিন্তু হ্যাস রেট 20 sat/byte গিয়েছিল কিন্তু ওই সময় তো সবাই পেমেন্ট পায় না। বিটকয়েন transfer করতে বেশি ফি দেওয়া লাগে জন্য আমি সরাসরি এক্সচেঞ্জ এর ওয়ালেটের এড্রেস দিয়ে দিয়েছি। এক্ষেত্রে সুবিধা হল আপাতত ফি দেওয়া লাগে না এবং যখন তখন পেমেন্ট ওয়ালেটে আসা মাত্রই সেল দেওয়া যায়। তবে বিপদজনক কথা হল এক্সচেঞ্জ এই আছে এই নেই পরিস্থিতির মধ্যে রয়েছে।