Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 05/12/2023, 12:31:12 UTC
ট্রানসেকশন ফি সাময়িক সময়ের জন্য একটু বেশি কিন্তু সব সময় তো আর বেশি হয় না। কিছুদিন আগেও কিন্তু হ্যাস রেট 20 sat/byte গিয়েছিল কিন্তু ওই সময় তো সবাই পেমেন্ট পায় না। বিটকয়েন transfer করতে বেশি ফি দেওয়া লাগে জন্য আমি সরাসরি এক্সচেঞ্জ এর ওয়ালেটের এড্রেস দিয়ে দিয়েছি। এক্ষেত্রে সুবিধা হল আপাতত ফি দেওয়া লাগে না এবং যখন তখন পেমেন্ট ওয়ালেটে আসা মাত্রই সেল দেওয়া যায়। তবে বিপদজনক কথা হল এক্সচেঞ্জ এই আছে এই নেই পরিস্থিতির মধ্যে রয়েছে।
ভাই এইটা হ্যাশ রেট না। ফি রেট বা ফি পার বাইট বলতে পারেন। হ্যাশ রেট ভিন্ন জিনিস, ফি এর সাথে এর সম্পৃক্ততা নেই।

আপনারা যারা বলছেন ফি বেশি তাদের জন্য বলা-
ফি যখন তুলনামূলক কম থাকে তখন আপনারা যদি সবগুলো ইনপুট কনসোলিডেট করে নেন তাহলে পরবর্তীতে ফি পার বাইট বৃদ্ধি পেলেও আপনাকে খুব বেশি ফি দেয়া লাগবে না। একটা ট্রাঞ্জেকশনে ইনপুট আউটপুট যত বেশি হয় ফি তত বেশি দেয়া লাগে। ফি যখন কম থাকে সবগুলো ইনপুটকে একটা আউটপুট করে নিলেই পারেন।