তবুও ভালো যে উনি অন্য কিছু বলে নাই। কোথায় যেনো দেখলাম একজন বিটকয়েনের ফি কে গ্যাস ফি বলতেছে। লগইন করা ছিলো না বলে রিপ্লাই করিনি। এখন আর মনে নাই।
তাহলে রেস্পন্স করাটা দরকার ছিল ভাই। আমাদের এইখানে বেশিরভাগ ব্যবহারকারী বিটকয়েন ব্যবহার করার আগে ইথেরিয়াম চেইন কিংবা বাইন্যান্স চেইনের ব্যবহারকারী হওয়ার কারনে ট্রাঞ্জেকশন ফিকে গ্যাস ফি নামেই রেফার করে থাকে। তাই আমাদের এইরকম কিছু দেখলে সেটাকে অবশ্যই সংশোধন করা উচিত।