Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 05/12/2023, 17:16:15 UTC
আমি জানি ফোরামে এই বিষয় নিয়ে কথা বলা থেকে বিরত থাকতে বলা হয়েছে/বিরত থাকা উচিত, তাই নির্দিষ্ট কোনো নামে গেলামনা। সবাই অবগত রিসেন্টলি একটা বিটকয়েন রিলেটেড সার্ভিস ওয়েবসাইট সিজ করেছে কতৃপক্ষ, সেটার আপডেট কেউকি জানেন? গুগল করলাম বাট আহামরি কোনো ইউজফুল কিছু পাইলাম না, সবই পুরানো নিউজ। কেস কতদূর?

কেউ রিপ্লাই করলেও বুঝেশুনে কইরেন।

আসলে এতো ভয় পাওয়ার কিছু নাই। আপনি জানুয়ারী মাস আসার আগ অব্দি লিঙক পোষ্ট করতে পারবেন। আর ডিসকাশন সব সময় এলাউ থাকবে। শুধুমাত্র তাদের লিংক পোষ্ট করতে পারবেন না। আর নাম মেনশন করা প্রথমে বারন করা হলেও পড়ের ড্রাফট এ দেখলাম নাম ও মেনশন করা যাবে। তবে কিছুই এখনো শতভাগ ফাইনাল না। হুদাই ভয় পাইয়েন না। এখনো সবার প্রোপাইলেই মিক্সার এর সিগনেচার আছে, তাহলে ভয় পেয়ে কি করবেন? সিনবাদের নতুন কোনো আপডেট নাই।

ভাই এইটা হ্যাশ রেট না। ফি রেট বা ফি পার বাইট বলতে পারেন। হ্যাশ রেট ভিন্ন জিনিস, ফি এর সাথে এর সম্পৃক্ততা নেই।

তবুও ভালো যে উনি অন্য কিছু বলে নাই। কোথায় যেনো দেখলাম একজন বিটকয়েনের ফি কে গ্যাস ফি বলতেছে। লগইন করা ছিলো না বলে রিপ্লাই করিনি। এখন আর মনে নাই।