আসসালামু ওয়ালাইকুম ভাই। দেখতেছেনই অনেকেরই গ্যাস ফি, হ্যাস রেট, সর্বপারি এই ট্রানজেকশন বিষয়টা নিয়ে কনফিউশন আছে। আমি নিজেও ডিটেইল জানিনা এ বিষয়ে। আপনি গ্যাস ফি নিয়ে।একটা গাইড দিতে চাইছিলেন, সম্ভবতো দেননাই। দিলে অনেকেরই ভালো লাগতো। এই বিষয়ে সংশোধনেন অনেক জায়গা আছে দেখতেছি।
লিখবো ভাই কিন্তু সময় লাগবে। To do লিস্টে এইটা এড করা আছে, সময়ের জন্য লেখা হচ্ছে না। আশা করি অতি শীঘ্রই লিখবো।
আপনার ইনভেস্টমেন্ট কতদূর? আমার এক পরিচিত বড় ভাই কিছুদিন আগে বললো সে নাকি কিছু অল্ট কয়েনে ৩০০-৪০০$ ইনভেস্ট করে হোল্ট করতেছিল, সেটা নাকি এখন ১৫০০-১৬০০$ ক্রস করছে। তাকে বল্লাম ক্যাশ করবেন? বলে না, আরো নাকি হোল্ড করবে।

এখনো ২এক্স যায় নি কিন্তু আশা করি এই মাসেই আমাদের প্রথম স্টেপ ডান হবে।
অনেক অল্টকয়েন একদিনেও ৫এক্স যায় কিন্তু রিস্কি বিনিয়োগ অবশ্যই। আমরা শুধু ফান্ডামেন্টালি ভালো প্রজেক্টের দিকেই নজর দিব।