Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 06/12/2023, 03:13:32 UTC
তবুও ভালো যে উনি অন্য কিছু বলে নাই। কোথায় যেনো দেখলাম একজন বিটকয়েনের ফি কে গ্যাস ফি বলতেছে। লগইন করা ছিলো না বলে রিপ্লাই করিনি। এখন আর মনে নাই।
তাহলে রেস্পন্স করাটা দরকার ছিল ভাই। আমাদের এইখানে বেশিরভাগ ব্যবহারকারী বিটকয়েন ব্যবহার করার আগে ইথেরিয়াম চেইন কিংবা বাইন্যান্স চেইনের ব্যবহারকারী হওয়ার কারনে ট্রাঞ্জেকশন ফিকে গ্যাস ফি নামেই রেফার করে থাকে। তাই আমাদের এইরকম কিছু দেখলে সেটাকে অবশ্যই সংশোধন করা উচিত।
আসসালামু ওয়ালাইকুম ভাই। দেখতেছেনই অনেকেরই গ্যাস ফি, হ্যাস রেট, সর্বপারি এই ট্রানজেকশন বিষয়টা নিয়ে কনফিউশন আছে। আমি নিজেও ডিটেইল জানিনা এ বিষয়ে। আপনি গ্যাস ফি নিয়ে।একটা গাইড দিতে চাইছিলেন, সম্ভবতো দেননাই। দিলে অনেকেরই ভালো লাগতো। এই বিষয়ে সংশোধনেন অনেক জায়গা আছে দেখতেছি।

জাস্ট একটা উদাহরণ, চাকরি করে যদি ব্যাংক দিয়ে টাকা উঠাতে নামাতেই না পারি/না জানি তাহলে চাকরি করেই বা কি লাভ।

আপনার ইনভেস্টমেন্ট কতদূর? আমার এক পরিচিত বড় ভাই কিছুদিন আগে বললো সে নাকি কিছু অল্ট কয়েনে ৩০০-৪০০$ ইনভেস্ট করে হোল্ট করতেছিল, সেটা নাকি এখন ১৫০০-১৬০০$ ক্রস করছে। তাকে বল্লাম ক্যাশ করবেন? বলে না, আরো নাকি হোল্ড করবে।  Tongue