আইলা জাদু

। মনে মনে ঠিকই লাড্ডু ফুটতেছে আপনার, বুঝতেছি ভাই বুঝতেছি। হ্যা এই বিষয়টা আমারো অবাক লাগছে যখন দেখলাম NotATether আপনার নাম এড করছে তাও আবার লিংক আকারে। আসলেই অবাক করা বিষয়। পরে ভাবলাম দেই, দেশি মানুষকেই ভোট দেই, হারলেও বা কি জিতলেও বা কি, নমিনেশন পাইছেন এতেই সুনাম। তবে আমার মনে হচ্ছে, Gazeta ই জিতবে। কারণ বেশিরভাগ স্প্যামবাস্টার এ ওর নাম।
যেই জিতুক না কেনো। আমার নাম দেখে আমি আসলেই অনেক বেশি অবাক হয়েছি। ভালো তো লাগছে এটা অবশ্যই সত্যি। এই পজিশনে থাকলে আপনারো অবশ্যই ভালো লাগতো। Gazeta জিতলেও আমি খুশি হবো। ওনার সাথে টুকিটাকি কাজ করে যা মনে হয়েছে, সেও প্রাইজ বা রিকোগনিশন ডিজার্ভ করেন।
আরেকটা মজার বিষয় হলো, আমি bitcoingirl.club কে মিস বিটায়েনটক ক্যাটাগরিতে আড করছিলাম। বাট দা ফ্যানি থিং ইজ, সে নাকি পুরুষ মানুষ

। লল।
এটা নিয়ে ডিসকাশন থ্রেড এ আমি প্রশ্ন করেছিলাম। আপনারা হয়তো দেখেছেন ও। মজার ব্যাপার হলো অনেকে হয়তো জেনেও তাকে ভোট দিচ্ছে। সে প্রাইজ পেলেও আমি খুশি হবো। কারন, উনি আসলে একটু অন্য টাইপের মানুষ। সব সময় দূর্বলের পক্ষে কথা বলার চেষ্টা করে থাকে।