মুল কাহিনী বিটকয়েনে লেনদেন ।
বিটকয়েনের কথা কোথায় উল্লেখ আছে ভাই? এইখানে তো বলা আছে ওয়ান এক্স বেট এর সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিল। বাংলাদেশে বর্তমানে জুয়ার হার বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। জুয়া খেলা বাংলাদেশে অবৈধ। আমি আর্টিকেল পড়ে কোথাও বিটকয়েনের উল্লেখ পাই নি ভাই।
আপনি ঠিকই বলেছেন, মনে হয় এইটা বিটকয়েন লেনদেন জন্য হয় নাই। কিন্তু আবার একটা বিষয়ে আমি যতদুর জানি এখানে নাকী, বিটকয়েন সহ আরও অন্যান্য কিপ্টোকারেন্সি দিয়ে বাজি ধরা যায়। বাংলাদেশী টাকা সহ ক্রিপ্টোকারেন্সি ডিপোজিট করা যায়। মুল কাহিনি হচ্ছে এইরকম জুয়ার সাইডে দেশের তরুন প্রজন্ম অধিকাংশ জুয়ার আসক্ত হয়ে পরেছে। আমাদের দেশের টাকা বাহিরের দেশে চলে যাচ্ছে।
আইপিএল খেলা ও বড় বড় আসর আসলে বাজি ধরা আরও কয়েক গুন বেড়ে যায়। দেখা যায় প্রতি ওভারে বাজি ধরে থাকেন। আমি একজনের গল্প শুনেছিলাম সে মনে হয় ৪০০ টাকা দিয়ে কোন একসাইডে খেলায় বাজি ধরে ৪০০০ টাকা পর্যন্ত বানিয়েছিলো শেষ পর্যন্ত ০ টাকা নিয়ে ফিরে এসেছে।
@Negotiation ভাইয়ের লিংকে ঢুকেছিলাম কিন্তু সম্পুর্ন তথ্য দেখতে পেলাম না।
ভাই আমার পরিচিত ২জনকে ধরেছে এদের মধ্যে, তাদের বিটকয়েন সহ নিয়ে গেছে, আমি আজকে আপডেট যানানোর চেস্টা করবো...! এখানে বিটকয়েন ও ফোন সহো নিয়ে গেছে কিন্তু চালান দেয়ার সময় বিটকয়েন উল্লেখ করেনি।