Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
shasan
on 08/12/2023, 03:59:05 UTC
আপনার ইনভেস্টমেন্ট কতদূর? আমার এক পরিচিত বড় ভাই কিছুদিন আগে বললো সে নাকি কিছু অল্ট কয়েনে ৩০০-৪০০$ ইনভেস্ট করে হোল্ট করতেছিল, সেটা নাকি এখন ১৫০০-১৬০০$ ক্রস করছে। তাকে বল্লাম ক্যাশ করবেন? বলে না, আরো নাকি হোল্ড করবে।
আমার পরিচিত একজন ২৩০০ ডলার ইনভেস্ট করেছিল অল্টকয়েন এ। সেটা নেমে ২০০ ডলারের কাছাকাছি হয়েছিল। তারপর এখন কত হয়েছে জানিনা। সুতরাং  যে কোন কয়েনের কথাই বলেন তো যেকোনো সময় বাড়তে পারে আবার কমতেও পারে। যারা ইনভেস্টর তারা নির্দিষ্ট টার্গেটে পৌঁছালে বা নির্দিষ্ট সময়ে পৌঁছালে সেল করে তার দাম বাড়ুক আর কমুক। কিন্তু যারা ট্রেডার তাদের বিষয় ভিন্ন তারা বিভিন্ন বিষয় এনালাইসিস করে ক্রয় করে বা বিক্রয় করে।